Gold Price Today: কম বাজেটেও পাবেন বিয়ের গহনা, কোন সোনা কিনবেন, কতই বা দর, জেনে নিন..

Gold-Silver Rate: ধীরে ধীরে কমছে সোনার দাম। আজ, বুধবারও সামান্য কমল সোনার দাম। অন্যদিকে, চড়েছে রুপোর দাম। সামনেই যদি আপনার কোনও বিয়ের অনুষ্ঠান থাকে বা অন্য কোনও উপলক্ষে সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা কিনতেই পারেন।

Gold Price Today: কম বাজেটেও পাবেন বিয়ের গহনা, কোন সোনা কিনবেন, কতই বা দর, জেনে নিন..
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Mar 13, 2024 | 8:45 AM

কলকাতা: চলছে বিয়ের মরশুম। এদিকে মাসের শুরু থেকেই ছ্য়াঁকা দিচ্ছে সোনার দাম। চড়চড়িয়ে বাড়ছিল সোনার দাম। তবে মাসের মাঝামাঝি সময়ে পৌঁছতেই বাজার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে কমছে সোনার দাম। আজ, বুধবারও সামান্য কমল সোনার দাম। অন্যদিকে, চড়েছে রুপোর দাম। সামনেই যদি আপনার কোনও বিয়ের অনুষ্ঠান থাকে বা অন্য কোনও উপলক্ষে সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা কিনতেই পারেন। যাদের ২২ ক্যারেটের সোনার সাধ্য নেই, তারা ১৮ ক্য়ারেটের সোনা কিনতে পারেন। আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৭৩ টাকা।

১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ৭৩০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬২৫ টাকা।

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ২৫০ টাকা। একদিনে ১০ টাকা কমেছে সোনার দাম।

 ১৮ ক্যারেটের সোনার দাম-

২২ ও ২৪ ক্যারেটের মতো ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে কিছুটা। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯৬৮ টাকা।

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯ হাজার ৬৮০ টাকা।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, হঠাৎ করেই দাম বেড়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৬২০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।