Gold Price Today : মাসের প্রথমদিনেই দাম কমল সোনার, বড় ফারাক রুপোর দামেও, জানুন কত টাকায় মিলবে হলুদ ধাতু
Gold Price Today : পরপর দু'দিন দাম কমল হলুদ ধাতুর। এদিন এক কেজি রুপোর দামও কমল ১০০০ টাকা।
কলকাতা : মাসের প্রথম দিনেই সুখবর সোনা ক্রেতাদের জন্য। ফের স্বস্তি সোনার বাজারে। মধ্যবিত্তের দুশ্চিন্তা দূর করে গতকালের পর বুধবারও দাম কমল সোনার। জামাই ষষ্ঠীর আগে সোনার দামে পতন নিঃসন্দেহে সুখবর। গতকাল ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছিল ১০০ টাকা করে। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আরও ২৫০ টাকা কমল। আর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমল ২৮০ টাকা। বড় ফারাক রুপোর দামে। ১ কেজি রুপোর দাম কমেছে ১০০০ টাকা।
এমসিএক্স সূচকে এদিন সকাল ১০ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৫০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৫,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৮২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৪৫৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৮২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৮,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সপ্তাহের শুরুতেই সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও মঙ্গলবার কিছুটা সস্তা হয়েছিল সোনা। বুধবারও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। এদিনও সোনার দামে পতন দেখা গিয়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২৫০ টাকা। গত এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনার দাম। এদিন রুপোর দামেও বড় ফারাক দেখা গিয়েছে। গতকাল এক কেজি রুপোর দাম কমেছিল ৯০০ টাকা। এদিনও ১০০০ টাকা দাম কমল রুপোর। গত দু’ সপ্তাহের মধ্যে আজ সর্বনিম্ন রয়েছে রুপোর দাম।
বিশ্ব বাজারেও দাম কমল সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৫২.৩৯ মার্কিন ডলার। এদিন তা আরও কমে হয়েছে ১,৮৩৭.২৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার বাজার খুলতেই দাম পড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন টাইটানের শেয়ারের দাম হয়েছে ২,২১০.১০ টাকা। এদিকে পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ২১.০০ টাকা। দাম বেড়েছে কল্যাণ জুয়েলারের শেয়ারেরও। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬০.৬৫ টাকা।