Gold Price Today : সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে ছ্যাঁকা! আজ কত যাচ্ছে হলুদ ধাতুর দর?

Gold Price Today : সোমবার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা।

Gold Price Today : সপ্তাহের প্রথম দিনেই সোনার দামে ছ্যাঁকা! আজ কত যাচ্ছে হলুদ ধাতুর দর?
ছবি সৌজন্যে : Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 2:54 PM

কলকাতা : সপ্তাহের শুরুতেই ফের ঊর্ধ্বমুখী বাঙালির প্রিয় ধাতু। গতকাল সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। এদিন বাজার খুলতেই বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। একই হারে দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার। এদিন সামান্য দাম বাড়ল ১ কেজি রুপোরও।

সোমবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৭৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২২৪ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৭৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৭,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২১১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৬৮৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,১১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২১,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সোমবার ফের ঊর্ধ্বমুখী হল সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। এদিকে সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। তবে গতকাল ১০০ টাকা কমেছিল ১ কেজি রুপোর বাটের দাম।

এদিন বিশ্ব বাজারে সামান্য দাম বাড়ল সোনার। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৪২.৪৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

রবিবার দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম হল ১,৯৩৯.১০ টাকা। তবে এদিন কমল কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৫৬ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ২৩.৭০ টাকা।