Gold Price Today : সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী সোনা, তবে সর্বকালীন রেকর্ডের থেকে প্রায় ৯ হাজার টাকা সস্তা রইল হলুদ ধাতুর দাম
Gold Price Today : সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। আর এক কেজি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।
কলকাতা : সোনা নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। হাতে একটু টাকা জমলেই সোনার গয়না কিনে সিন্দুক কিনে ফেলার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যেই। আবার সোনার দাম একটু নিম্নমুখী থাকলেই অনেকেই বিনিয়োগের খাতিরে সোনা কিনে ফেলেন। তাই প্রতিদিনের সোনার দামে চোখ বুলোনো স্বভাবের মধ্যেই পড়ে। আজ সপ্তাহের প্রথম দিন। সোনার দাম বাড়ল না কমল তার দিকে নজর থাকে অনেকেরই। সোমবারের সোনা-রুপোর দাম জেনে যাওয়া যাক :
সোমবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,১২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৩০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত সপ্তাহে বাজার বন্ধের সময় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৭,৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫১,৮৭০ টাকা। এদিন সপ্তাহের প্রথম দিনেই বাড়ল হলুদ ধাতুর দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। এদিকে গত সপ্তাহের শেষের দিকেই দাম কমেছিল রুপোর। কিন্তু এদিন সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এক কেজি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।
এদিন বিশ্ব বাজারে সোনার দাম রয়েছে ১,৮৩৫.৬১ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার সপ্তাহের শুরুর দিনেই টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,০৪৫.৫০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৫৯ টাকা। তবে সপ্তাহের প্রথম দিনেই কমল পিসি জুয়েলারের শেয়ারের দাম। এদিন পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ২৪.৭৫ টাকা।