Gold Price Today: বিয়ের মরশুমে ঊর্ধ্বমুখী সোনার দর, আজ শহরে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
Gold Price Today: বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার। তবে এদিন দাম কমেছে রুপোর।
কলকাতা: বিয়ের মরশুমে ঊর্ধ্বমুখী সোনার দর, আজ শহরে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতুকলকাতা: বিয়ের মরশুমে ক্রমশ দাম বাড়ছে সোনার (Gold Price Today)। বুধবারও দাম বাড়ল হলুদ ধাতুর। সোনার এই ঊর্ধ্বমুখী দামে মাথায় হাত ক্রেতাদের। তবে গতকাল বাজার বন্ধের সময় অনেকটা হারে দাম কমেছিল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ছে ২১০ টাকা। সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও এদিন দাম কমেছে রুপোর (Silver Price Today)। বুধবার ১ কেজি রুপোর দাম কমেছে ৭০০ টাকা।
বুধবার দুপুর ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৩৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৮৮৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৩৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৩,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬২,৭০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বুধবার সোনার দাম বাড়লেও গত দু’দিনের থেকে কিছুটা সস্তা রয়েছে সোনার দাম। মঙ্গলবার গত ৬ মাসে সর্বোচ্চ হল সোনার দাম। এদিন গত চারদিনে সর্বনিম্ন হল রুপোর দাম।
বিশ্ব বাজারে বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই তার প্রভাবে দেশীয় বাজারেও হু হু করে বাড়ছিল সোনার দাম। গতকাল আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৭৯ মার্কিন ডলার। বুধবার বিশ্ব বাজারে কিছুটা কমল সোনার দর। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭৭৩.৪১ টাকা।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৬৪৯.৮০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০১.৬৫ টাকা। বুধবার দাম কমল পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৮০.৩০ টাকা।