Gold Price Today: আকাশের সঙ্গে ‘কাঁদছে’ সোনাপ্রেমীরাও, সপ্তাহ শেষেও বড় ধাক্কা সোনা-রুপোর দামে

Gold Price Today: আকাশের যেমন মুখ ভার, তেমনই মন খারাপ মধ্যবিত্তেরও। একে তো পুজোর শপিং ভেস্তে যাচ্ছে, তার উপরে আবার সোনার চড়া দাম। আজ, শনিবারও বেশ কিছুটা বাড়ল সোনার দাম। পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।

Gold Price Today: আকাশের সঙ্গে 'কাঁদছে' সোনাপ্রেমীরাও, সপ্তাহ শেষেও বড় ধাক্কা সোনা-রুপোর দামে
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Sep 14, 2024 | 11:33 AM

কলকাতা: শরৎকালেই যেন বর্ষাকাল। ঝমঝমিয়ে পড়েই চলেছে বৃষ্টি। আকাশের যেমন মুখ ভার, তেমনই মন খারাপ মধ্যবিত্তেরও। একে তো পুজোর শপিং ভেস্তে যাচ্ছে, তার উপরে আবার সোনার চড়া দাম। আজ, শনিবারও বেশ কিছুটা বাড়ল সোনার দাম। পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। পুজোয় যাদের গহনা কেনার প্ল্যানিং ছিল, তাদের পরিকল্পনা মোটামুটি ভেস্তে গিয়েছে। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জানেন?

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা। একদিনেই ৪০০০ টাকা বেড়েছে সোনার দাম।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৪৮ হাজার ৯০০ টাকা। একদিনে ৪৪০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্য়ারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫৬১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা। একদিনে ৩৩০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

আজ সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯২০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯২ হাজার টাকা। একদিনে ২৫০০ টাকা দাম বেড়েছে রুপোরও।