Gold Price Today: মাথায় হাত ক্রেতাদের, সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবারেই ৫৮ হাজার ছুঁই ছুঁই সোনার দাম
Gold Price Today: বৃহস্পতিবার অনেকটা হারে দাম বাড়ল সোনার। এর পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।
কলকাতা: বিয়ের মরশুমে রেহাই নেই ক্রেতাদের। বৃহস্পতিবার অনেকটা হারে দাম বাড়ল সোনার (Gold Price Today)। এ দিন ৫৮ হাজার ছুঁই ছুঁই হলুদ ধাতুর দর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৪০ টাকা। সোনার দাম বৃদ্ধির পাশাপাশি এ দিন রুপোর দামও (Silver Price Today) বেড়েছে। ১ কেজি রুপোর দাম হয়েছে ১০০ টাকা।
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৩১০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,৪৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৩,১০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৩১,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৯৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৬,৩৪৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৯৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৯,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে বর-কনেদের জন্য গয়না কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছেন সকলেই। তবে সোনার এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। আজ সর্বকালীন রেকর্ড ভাঙল সোনার দর। সোনার পাশাপাশি এ দিন দাম বেড়েছে রুপোরও।
বেশ কয়েকদিন ধরে বিশ্ব বাজারেও দাম ঊর্ধ্বমুখী ছিল স্পট গোল্ডের (Spot Gold)। তবে এ দিন বিশ্ব বাজারে কমেছে স্পট গোল্ডের দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯২৬.১৩ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১,৯২৯.৬৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৫৬.৪৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৬.৫০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৫৮.৮০ টাকা।