Google Sends Money : ভুল করে হ্যাকারের অ্যাকাউন্টেই ২ কোটি পাঠাল গুগল, তারপর যা হল…
Google Sends Money : ভুলবশত এক হ্যাকারের অ্যাকাউন্টেই ২ কোটি টাকা পাঠাল গুগল। তারপর তিনি সেই টাকা গুগলকে ফেরত দেওয়ার কথা জানান।
ভুল করে এক হ্যাকারের অ্যাকাউন্টে ২ লক্ষ ৫০ হাজার ডলার পাঠিয়ে দিল গুগল। ভারতীয় মুদ্রা এর পরিমাণ প্রায় দুই কোটি টাকা। জানা গিয়েছে,গত মাসে এই ঘটনা ঘটেছে। স্যাম কারি নামক সেই হ্যাকার অবশ্য বুঝতেই পারেননি কেন গুগল তাঁকে এত টাকা পাঠাল। এরপর স্যাম এক টুইট বার্তায় জানান,তিন সপ্তাহ আগে গুগল হঠাৎ করে তাঁকে ২,৪৯,৯৯৯ ডলার পাঠিয়েছে। তিনি টুইট বার্তায় জানতে চান যে এমন কোনও উপায় আছে কি না যার মাধ্যমে গুগলের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেন। কারি গত মঙ্গলবার এই টুইট করে লেনদেনের একটি স্ক্রিনশটও পোস্ট করেন।
নিউজউইকের রিপোর্ট অনুযায়ী,কারি ওমাহা প্রদেশের নেব্রাস্কার ইউগ ল্যাবসে একজন স্টাফ সিকিউরিটি ইঞ্জিনিয়ার। তিনি বলেন যে তিনি বাগ বাউন্টি ‘হান্ট’ করেন। অনেক কোম্পানি এই ধরনের ব্যক্তিদের উপহার হিসাবে টাকা দিয়ে থাকে। সফ্টওয়্যার মধ্যে নিরাপত্তার ফাঁক খুঁজে বের করলেই এই অর্থ মেলে। কারি বলেছিলেন যে তিনি অতীতে গুগলের জন্য বাগ বাউন্টি হান্টিংয়ের কাজ করেছিলেন। কিন্তু সেই কাজ এবং সাম্প্রতিক লেনদেনের মধ্যে কোনও সরাসরি সংযোগ খুঁজে পাননি তিনি। পরে গুগলের তরফে নিশ্চিত করে জানানো হয় যে ভুলবশত কারিকে এই টাকা পাঠানো হয়েছিল।
গুগলের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের টিম সম্প্রতি একটি ভুল করে একজনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিল। আমরা এই বিষয়টির প্রশংসা করছি যে সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত সেই বিষয়ে রিপোর্ট করেন। আমরা এখন এই ভুল শুধরে ফেলার জন্য কাজ করছি৷’ এদিকে কারি বলেন যে তিনি এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত আড়াই লক্ষ মার্কিন ডলারের এক পয়সাও খরচ করেননি। তিনি কোম্পানিকে এই অর্থ ফেরত দিতে চান।