Google for India 2021: ভারতে ডিজিটাল অর্থনীতি বৃদ্ধির পথ তৈরিতে উদ্যোগী গুগল, জানালেন সংস্থার সিইও

Google, জিও নেক্সট স্মার্টফোনের দাম কম হওয়ার কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণী এই ফোন আরও বেশি করে ব্যবহার করবে, ফলে আরও বেশি করে অনেক মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

Google for India 2021: ভারতে ডিজিটাল অর্থনীতি বৃদ্ধির পথ তৈরিতে উদ্যোগী গুগল, জানালেন সংস্থার সিইও
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 2:36 PM

নয়া দিল্লি: করোনা অতিমারির (Corona Pandemic) কারণে রোজকার জীবনে আরও অনেক বেশি করে করেই ইন্টারনেট নির্ভর পরিষেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় ব্যবসায় ডিজিটাল লেনদেনের (Digital Transaction) পরিমাণ ক্রমেই বাড়ছে এবং সেখানে ইন্টারনেট নির্ভর বিভিন্ন প্রযুক্তি বৃদ্ধিও চোখে পড়ার মত। দেশে ক্রমাগত বাড়তে থাকা ডিজিটাল নির্ভরতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে মজবুত করতে আগ্রহী গুগুল (Google India)।

জানা গিয়েছে, দেশের এই নতুন বদলে যাওয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে সব রকমের সহায়তা করতে আগ্রহী গুগল। তারা জানিয়েছে, বিগত কয়েক বছরে, ইন্টারনেটকে আরও ভালভাবে ব্যবহার করার সুযোগের কথা মাথায় রেখে প্রথমবারের জন্যে দেশে কিছু পরিষেবা চালু করেছে তাঁরা, এবং সেই পরিষেবগুলি ব্যবহারকারীদের জন্য যথেষ্ট নিরাপদ বলেই মনে করছে গুগল।

সংস্থা সূত্রে খবর, গত বছরই ডিজিটাল পরিষেবা ব্যবহারের গতি আরও বাড়াতে এবং স্থানীয় উদ্যোগকে সাহায্য করতে তাঁরা গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের (Google For India Digitization Fund) মাধ্যম্য ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। এরমধ্যে মুকেশ অম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিওর (Relaince Jio) সঙ্গে যৌথভাবে ভারতীয় স্মার্টফোন জিও নেক্সট (Jio Next Smartphone) তৈরি করে বাজারে আনার সিদ্ধান্তও অন্যতম।

জিও নেক্সট স্মার্টফোনের দাম কম হওয়ার কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণী এই ফোন আরও বেশি করে ব্যবহার করবে, ফলে আরও বেশি করে অনেক মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এর পাশাপাশি বেশ কিছু ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে মিলে স্থানীয় ভাষায় ইন্টারনেট ব্যবহারের ওপর আরও জোর দিচ্ছে গুগল। এরফলে স্থানীয় ব্যবসাও বিভিন্ন ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারবে। ২০২২ সালের মধ্যেই, সব আকারের ভারতীয় সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে ডিজিটাল বিভিন্ন পরিষেবাকে পৌঁছে দেওয়ার লক্ষমাত্রা নিয়েছে গুগল। সপ্তম গুগল ফর ইন্ডিয়া ইভেন্টে সিদ্ধান্ত হয়েছে, ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নতির ওপর আরও জোর দেওয়া হবে এবং এই বৃদ্ধির কারণে আরও নতুন কিছু পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে গুগল। ব্যবসায়ীদের ব্যবসার উন্নতি ও চাকরিপ্রার্থীদের আরও চাকরি পেতে সাহায্য করাই সংস্থার প্রধান লক্ষ্য বলেই জানিয়েছে তাঁরা।

সংস্থার সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) টুইটে বলেছেন, “গুগল ফর ইন্ডিয়াতে আমার আরও বেশি করে ডিজিটাল অর্থনীতি ওপর জোর দিচ্ছি এই কারণে গুগুল কেরিয়ার সার্টিফিকেট আরও বেশি করে ব্যবহার করা সম্ভব হবে এবং ছোট ব্যবসাতেও উপকার হবে। ভারতেই প্রথম গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে আমরা করোনা টিকা বুক করার পদ্ধতি চালু করেছি।”

আরও পড়ুন LIC IPO: আইপিও-র পথে আরও এক ধাপ এগোচ্ছে এলআইসি, ডিসেম্বরেই ঘোষণা হতে পারে ‘এমবেডেড ভ্যালু’