DA Hike: নবরাত্রিতে ৪ শতাংশ হারে ডিএ বৃ্দ্ধির ঘোষণা করতে পারে মোদী সরকার, বাংলা সরকারি কর্মীদের সঙ্গে বাড়বে ফারাক

DK Hike: কেন্দ্রীয় সরকার বছরে দু'বার মহার্ঘভাতা বৃদ্ধি করে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিএ-র হার বৃদ্ধি করা হয়ে থাকে। চলতি বছর মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার।

DA Hike: নবরাত্রিতে ৪ শতাংশ হারে ডিএ বৃ্দ্ধির ঘোষণা করতে পারে মোদী সরকার, বাংলা সরকারি কর্মীদের সঙ্গে বাড়বে ফারাক
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2022 | 5:49 PM

কলকাতা: বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে এখনও এই নিয়ে কেন্দ্রের মোদী সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২৮ সেপ্টেম্বর নবরাত্রির দিন, সরকারের তরফে সুখবর ঘোষণা করা হতে পারে বলেই জানা গিয়েছে। সম্ভবত সেইদিন সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে সরকার। যদিও সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

সাম্প্রতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করতে পারে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘভাতা পেয়ে থাকেন। এই হারে টাকা বৃদ্ধি হলে সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। পেনশনভোগীদের একই হারে ডিআর বাড়বে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর আগামী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

কেন্দ্রীয় সরকার বছরে দু’বার মহার্ঘভাতা বৃদ্ধি করে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিএ-র হার বৃদ্ধি করা হয়ে থাকে। চলতি বছর মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময় ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। ৪ শতাংশ হারে ডিএ বাড়লে চলতি বছরে মোট ৭ শতাংশ মহার্ঘভাতা বাড়বে। এতে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।

তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই নয়, বিভিন্ন রাজ্যের সরকারও এই উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন বিজেপি শাসিত সরকার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তবে মোদী সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করলে বাংলার সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় ডিএ-র ফারাক অনেকটাই বেড়ে যাবে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ৩১ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হলে ফারাক ৩৫ শতাংশ হবে।