GST নিয়মে বড় বদল, ছোট ব্যবসায়ীদের মানতে হবে এই নিয়ম
GST Rules: নরেন্দ্র মোদী সরকার ২০১৭ সালের ১ জুলাই থেকে সারাদেশে GST ব্যবস্থা চালু করে। দেশে সব ধরনের পরোক্ষ কর এক জায়গায় একত্রিত করার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছিল। GST নিয়ে বিভিন্ন রাজ্যের মত নিতে GST কাউন্সিলও গঠন করা হয়, যার চেয়ারম্যান হবেন দেশের অর্থমন্ত্রী। রাজ্যগুলিরও অর্থমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা এই কাউন্সিলের অংশ।
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকার এবার GST নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। এই নিয়ম ছোট ব্যবসায়ীদের উপর বিশেষ প্রভাব ফেলবে। বিশেষত, যাঁরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা করেন, তাঁদের উপর এই নিয়ম বিশেষ প্রভাব ফেলবে। আগামী ১ মার্চ থেকে এই নতুন নতুন নিয়ম বাধ্যতামূলক হবে। জেনে নেওয়া যাক এই নতুন নিয়ম কী।
জিএসটি-র নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের টার্নওভার হবে ৫ কোটি টাকা বা তার বেশি, তাঁরা আর ই-চালান না দিয়ে ই-ওয়ে বিল দিতে পারবেন না। আগামী ১ মার্চ থেকে তাঁদের সব ধরনের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। GST কর ব্যবস্থার অধীনে যখন ৫০ হাজার টাকার বেশি মূল্যের পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো হয়, তখন একটি ই-ওয়ে বিল রাখা প্রয়োজন।
একারণেই নিয়ম পরিবর্তন করা হয়েছে
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফরমেশন সেন্টার (NIC)-এর একটি বিশ্লেষণে দেখা গিয়েছে যে, অনেক ব্যবসায়ী ই-ইনভয়েসের সঙ্গে লিঙ্ক না করেই ই-ওয়ে বিলের মাধ্যমে করদাতার সঙ্গে লেনদেন করছেন। যেখানে এই সমস্ত করদাতারা ই-চালানের জন্য যোগ্য। তার ফলে অনেক সময় ই-ওয়ে বিল ও ই-চালানে নথিভুক্ত বিভিন্ন তথ্য মেলে না। এজন্য এই নতুন নিয়ম আনা হচ্ছে।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী সরকার ২০১৭ সালের ১ জুলাই থেকে সারাদেশে GST ব্যবস্থা চালু করে। দেশে সব ধরনের পরোক্ষ কর এক জায়গায় একত্রিত করার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছিল। GST নিয়ে বিভিন্ন রাজ্যের মত নিতে GST কাউন্সিলও গঠন করা হয়, যার চেয়ারম্যান হবেন দেশের অর্থমন্ত্রী। রাজ্যগুলিরও অর্থমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা এই কাউন্সিলের অংশ। জিএসটি সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি দেশের সর্বোচ্চ সংস্থা।