Traffic Rules: আরও কড়া হল ট্রাফিক আইন, এই নিয়ম না মানলেই কাটা হবে মোটা টাকার চালান…

Motor Vehicles Act: যদি আপনি বাইক বা স্কুটার চালান এবং পায়ে চটি থাকে, তবে খুব সাবধান। কারণ মোটর ভেহিকেলস আইনের অধীনে এটা ট্রাফিক নিয়মের বিরুদ্ধে।

Traffic Rules: আরও কড়া হল ট্রাফিক আইন, এই নিয়ম না মানলেই কাটা হবে মোটা টাকার চালান...
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 8:00 AM

নয়া দিল্লি: বর্তমান সময়ে ক্রমাগত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আর সেই কারণেই দুর্ঘটনা রুখতে কঠোর করা হচ্ছে ট্রাফিক আইন। ২০১৯ সালেই মোটর ভেহিকেলস আইনের সংশোধন করা হয়েছিল। সেই সময় আরও কড়া করা হয় ট্রাফিক আইন। ট্রাফিক আইন লঙ্ঘন করলেই মোটা অঙ্কের জরিমানা করার নিয়ম তৈরি করা হয়। বর্তমানে উৎসবের মরশুমে আরও কঠোর করা হয়েছে ট্রাফিক আইন। এর মধ্যে অন্য়তম হল বাইক চালানোর নিয়ম। যদি আপনি চটি পরে বাইক চালান, তবে মোটর ভেহিকেলস আইনের অধীনে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে।

কী কী নিয়ম মানতে হবে জরিমানা এড়াতে?

যদি আপনি বাইক বা স্কুটার চালান এবং পায়ে চটি থাকে, তবে খুব সাবধান। কারণ মোটর ভেহিকেলস আইনের অধীনে এটা ট্রাফিক নিয়মের বিরুদ্ধে। ট্রাফিক নিয়মে বলা হয়েছে, যেকোনও দুই চাকার যান চালানোর সময়ে সর্বদা পা ঢাকা জুতো পরা উচিত। এতে দুর্ঘটনা হলে, বড় বিপত্তি এড়ানো যায়। এছাড়া হেলমেট পরার নিয়মও বাধ্যতামূলক। বাইকের যাবতীয় নথি, যেমন লাইসেন্স, রেজিস্ট্রেশন, পলিউশনের নথিও আপডেটেড থাকতে হবে।

কত টাকার চালান কাটা হবে?

মোটর ভেহিকেলস আইন অনুযায়ী, চটি পরে দুই চাকার যান চালানো নিষিদ্ধ। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তবে ন্যূনতম ১ হাজার টাকার জরিমানা করা হবে। যদি একই অপরাধ পুনরায় করেন, তবে ট্রাফিক পুলিশ আপনার লাইসেন্সও বাকিল করে দিতে পারে। এই নিয়ম নতুন নয়, এর আগেও ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য জরিমানা করা হত। কিন্তু ২০১৯ সালে মোটর ভেহিকেলস আইন সংশোধনের পর জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে।