Health Insurance: স্বাস্থ্যবিমা করানোর চিন্তাভাবনা করছেন? এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন…
Health Insurance: আপনি কোথায় থাকেন, তার উপরও স্বাস্থ্য়বিমার ধরন নির্ভর করে। একটি ছোট শহরে চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়, তার থেকে কয়েক গুণ বেশি খরচ হয় দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরে।
নয়া দিল্লি: বর্তমান সময়ে দাঁড়িয়ে আর্থিক সুরক্ষার পাশপাশি প্রয়োজন স্বাস্থ্যের সুরক্ষাও। করোনা সংক্রমণ এসে আমাদের বুঝিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত এবং প্রয়োজনের মুহূর্তে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য স্বাস্থ্য়বিমার কতটা প্রয়োজন। করোনা সংক্রমণের পরই স্বাস্থ্যবিমার গুরুত্ব ও চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অনেকেই কেবল অফিসের তরফে করে দেওয়া স্বাস্থ্যবিমার উপরে ভরসা রাখেন। কিন্তু এটি একদমই উচিত নয়। প্রত্যেক ব্যক্তিরই উচিত ব্যক্তিগতভাবেও স্বাস্থ্যবিমা করিয়ে রাখার।
মেট্রো শহরের বাসিন্দাদের স্বাস্থ্যবিমার বেশি প্রয়োজন-
আপনি কোথায় থাকেন, তার উপরও স্বাস্থ্য়বিমার ধরন নির্ভর করে। একটি ছোট শহরে চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ খরচ হয়, তার থেকে কয়েক গুণ বেশি খরচ হয় দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরে। এই কারণে আপনি কোথায় থাকছে, তার উপরও স্বাস্থ্যবিমার অঙ্ক নির্ভর করে। যদি আপনি কোনও মেট্রোপলিটন শহরে বসবাস করেন, তবে আপনার হাসপাতালের খরচও বেশি হবে। সেই কারণেই স্বাস্থ্য়বিমা করার সময় বিমার কভারেজও বেশি করা উচিত।