শুধু চা-সিগারেট ছাড়লেই অবসরের সময় কত টাকা জমবে জানেন? হিসেব দেখলে অবাক লাগবে

Quitting tea and cigarettes: শুধু চা এবং সিগারেটের পিছনে কোনও ব্যক্তির দৈনিক খরচ যদি ১০০ টাকা হয়, তাহলে এই দুই নেশার পিছনে তিনি মাসে মাসে প্রায় ৩০০০ টাকা খরচ করেন। আর্থিক বিশ্লেষক সন্দীপ জৈনের মতে, যদি শুধুমাত্র প্রতিদিনের সিগারেট এবং চায়ের জন্য খরচ করা টাকা কেউ সঞ্চয় করে, ওই টাকা বিনিয়োগ করলে অবসরের সময় অথবা ৩০ বছর পর ১ কোটি টাকার বেশি মূল্যের একটি তহবিল তৈরি করবে পারবেন তিনি।

শুধু চা-সিগারেট ছাড়লেই অবসরের সময় কত টাকা জমবে জানেন? হিসেব দেখলে অবাক লাগবে
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 10:31 AM

কলকাতা: বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে অধিকাংশ মানুষেরই খুব বেশি জানা নেই। যেমন অনেকেই জানেন না, যদি ধূমপান না করা হয় এবং চা পান না করা হয়, তাহলে অবসরের সময় কোনও ব্যক্তি ১ কোটি টাকার বেশি সঞ্চয় করতে পারেন। সম্প্রতি, বিখ্যাত অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার সিইও রাধিকা গুপ্তা দাবি করেছেন, “ভারতে প্রায় ২০ কোটি OTT গ্রাহক রয়েছে। আমরা এর জন্য মাসে ১৫০ থেকে ২০০ টাকা খরচ করি। অথচ এর পাশাপাশি মিউচুয়াল ফান্ডে ১০০ টাকা বিনিয়োগ করতেও তাদের গায়ে জ্বর আসে।”

শুধু চা এবং সিগারেটের পিছনে কোনও ব্যক্তির দৈনিক খরচ যদি ১০০ টাকা হয়, তাহলে এই দুই নেশার পিছনে তিনি মাসে মাসে প্রায় ৩০০০ টাকা খরচ করেন। আর্থিক বিশ্লেষক সন্দীপ জৈনের মতে, যদি শুধুমাত্র প্রতিদিনের সিগারেট এবং চায়ের জন্য খরচ করা টাকা কেউ সঞ্চয় করে, ওই টাকা বিনিয়োগ করলে অবসরের সময় অথবা ৩০ বছর পর ১ কোটি টাকার বেশি মূল্যের একটি তহবিল তৈরি করবে পারবেন তিনি।

তিনি জানিয়েছেন, ধরা যাক, কেউ ৩০ বছর বয়সে চাকরি করা শুরু করলেন। সেই সময় থেকে যদি কেউ প্রতি মাসে ৩০০০ টাকার একটি এসআইপি শুরু করেন, তাহলে পরবর্তী ৩০ বছরে তিনি মোট ১০.৮০ লক্ষ টাকা বিনিয়োগ করবেন। যে মিউচুয়াল ফান্ডগুলি ইক্যুইটিতে বিনিয়োগ করে, তাদের গড় দীর্ঘমেয়াদী রিটার্নের পরিমাণ ১২ শতাংশ। এইভাবে অবসর গ্রহণের সময় ওই ১০.৮০ লক্ষ টাকা বেড়ে ১,০৫,৮৯,৭৪১ টাকা হবে। এই সময়কালে ৯৫,০৯,৭৪১ টাকা শুধুমাত্র সুদ হিসাবে পাওয়া যাবে।

এছাড়া, বাজারে এরকম অনেক ফান্ড স্কিম রয়েছে, যেগুলি ২০ বছরের মেয়াদে ১২ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে। আদিত্য বিড়লা ওয়েলথ অ্যাস্পায়ার ফান্ড দশ বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগে ১৯.২০ শতাংশ রিটার্ন দিয়েছে। বাজাজ আলিয়ান্স স্মার্ট ওয়েলথ গোল দশ বছরেরও বেশি মেয়াদে বিনিয়োগে ১৭.৯০ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে। এইচডিএফসি লাইফ সম্পূর্ণ নিবেশে অর্থ বিনিয়োগ করে, দীর্ঘ মেয়াদে প্রতি বছর ১৭.৭০ শতাংশ করে রিটার্ন পেয়েছেন। ম্যাক্স লাইফ অনলাইন সেভিংস দশ বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগে ১৬.৯০ শতাংশ রিটার্ন দিয়েছে। ভারতী অ্যাক্সা লাইফ ওয়েলথ প্রো দশ বছরেরও বেশি সময়ে লগ্নিতে ১৬.৬০ শতাংশ গড়ে রিটার্ন দিয়েছে।