EPF Account Update : EPF অ্যাকাউন্ট আপডেট করতে হবে? কীভাবে করবেন জেনে নিন

EPF Account Update : ইপিএফ অ্যকাউন্ট আপডেট করবেন কীভাবে। সব উপায় বর্ণনা করা রয়েছে।

EPF Account Update : EPF অ্যাকাউন্ট আপডেট করতে হবে? কীভাবে করবেন জেনে নিন
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2022 | 1:30 AM

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইপিএফ সদস্যদের অ্যাকাউন্টে সুদের হার কমানো হবে না। ঘোষিত হারেই সুদ পাবেন ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা। নয়া কর ব্যবস্থার জন্য সফটওয়্যারের আপডেট করা হচ্ছে। সেই কারণে সুদ দিতে দেরি হচ্ছে মাত্র তবে সকলে সমান হারেই পাবেন সুদ। সুদের ক্ষেত্রে কোনও কাঁটছাঁট করা হবে না। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সকল ইপিএফ সদস্যকে আস্বস্ত করেছে যে চিন্তার কোনও কারণ নেই। এদিকে সুদ জমা পড়ার আগে যদি কোনও ব্যক্তি ইপিএফ-এৎ সঙ্গে যুক্ত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে চান, তাহলে অবিলম্বে তা আপডেট করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। সময় মতো অ্যাকাউন্ট আপডেট করলে ভবিষ্যতে ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না আমানতকারীকে।

এই ফিসক্যাল বছরের জন্য ইপিএফ আমানতে সরকার সুদ দিচ্ছে ৮.১ শতাংশ। যেখানে গত অর্থবর্ষে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। এদিকে ডিজিটাল উপায়েই একাধিক প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধা দিয়েছে। এবার অনলাইনেই কীভাবে ব্যাঙ্ক আপডেট করবেন বিস্তারিত জেনে নিন:

  • অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে কোনও পরবির্তন করতে চাইলে ইপিএফ -র ওয়েবসাইটে যান।
  • এবার লগ ইন করতে আপনার ‘Username’ ও ‘Password’ (UAN) দিন।
  • ‘Manage’ অপশনে যান। তালিকা থেকে ‘KYC’ বেছে নিন।
  • এরপর ‘Documents’ ট্যাবে ক্লিক করুন।
  • এরপর অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড দেওয়ার পর ‘Save’ বোতামে ক্লিক করুন।
  • এরপর EPFO-র তরফে মেসেজ আসবে। আপনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না তা জানানো হবে সেই বার্তায়।