Hallmarking 9-Carat gold: কেন্দ্র এই দাবি মানলেই সোনার দাম থাকবে হাতের মুঠোয়
hallmarking for 9-Carat gold jewellery: বর্তমানে, শুধুমাত্র ১৪, ১৮, এবং ২২ ক্যারেটের সোনাতেই হলমার্কিং এবং 'হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন' (HUID) নম্বর থাকে। তবে, শিগগিরই ৯ ক্যারেটের সোনাতেও দেখা যেতে পারে হলমার্ক। চাহিদা ফেরাতে 'ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস'-এর কাছে প্রস্তাব দিলেন স্বর্ণ ব্যবসায়ীরা।
নয়া দিল্লি: বর্তমানে, শুধুমাত্র ১৪, ১৮, এবং ২২ ক্যারেটের সোনাতেই হলমার্কিং এবং ‘হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন’ (HUID) নম্বর থাকে। তবে, শিগগিরই ৯ ক্যারেটের সোনাতেও দেখা যেতে পারে হলমার্ক। সূত্রের খবর, সম্প্রতি ‘ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ বা ‘বিআইএস’ (BIS)-কে এমনই অনুরোধ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। আসলে, গত কয়েক মাসে সোনা এবং রুপোর মতো মূল্যবান ধাতুগুলির দাম রেকর্ড হারে বেড়েছে। এর ফলে বহু উপভোক্তাই সোনা কেনার থেকে মুখ ফেরাচ্ছেন। চাহিজা কমছে সোনার। এই প্রেক্ষিতেই ৯ ক্যারাট সোনাকেও হলমার্কযুক্ত করার অনুরোধ করা হয়েছে।
কতটা বেড়েছে সোনার দাম?
এশিয়ার বৃহত্তম মূল্যবান ধাতুর বাজার হল মুম্বইয়ের জাভেরি বাজার। লোকসভা নির্বাচনের জন্য সোমবার গয়নার বাজার বন্ধ ছিল। মঙ্গলবার (২১ মে), জাভেরি বাজারে প্রতি কেজি রুপোর দাম পৌঁছেছে ৯২,৪৪৪ টাকায়! গত শুক্রবার যা দাম ছিল, তার থেকে থেকে ৫.৬৭ শতাংশ বেড়েছে। একই সময়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে, গত পাঁচ মাসে প্রায় ১৭ শতাংশ বেড়েছে সোনার দাম। বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক যুদ্ধ, মার্কিন ফেডারেল রিজার্ভের করের হার কমানোর প্রত্যাশা, চিনে মূল্যবান ধাতু চাহিদা বৃদ্ধির মতো সোনার দাম বাড়ার বিভিন্ন কারণ জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।
পাল্লা দিয়ে কমছে চাহিদা
কারণ যাই হোক, সোনা-রুপোর দামের এই অস্বাভাবিক বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা আইবিজেএ (IBJA)-র জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা বলেছেন, “সোনার দাম উত্তরোত্তর বাড়ছে। উপভোক্তারা এর চাপ অনুভব করছেন। নিয়মিত ক্রেতারাও সোনা কেনা থেকে দূরে থাকছেন। এখন শুধুমাত্র বিয়েকে কেন্দ্র করে সোনা কেনার চাহিদা রয়েছে। ভার জুড়ে সোনার চাহিদা ২০ শতাংশ কমেছে।”
৯ ক্যারেট সোনার গয়নায় হলমার্ক?
এই অবস্থায় মঙ্গলবার (২১ মে), ৯ ক্যারেট সোনার গয়নাতেও হলমার্কিং চেয়ে বিআইএস-এর কর্তাদের সঙ্গে এক বৈঠক করেছে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ৯ ক্যারেট সোনার গয়নায় হলমার্ক দেওয়া যায় কিনা, সেই ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে – সমস্ত বিষয়ে বিশদ আলোচনা হয়। সুরেন্দ্র মেহতা জানিয়েছেন, উপভোক্তারা যাতে ফের সোনার গয়না কিনতে পারেন, সেই কথা মাথায় রেখেই তাঁরা ৯ ক্যারেটের সোনার গয়নাগুলিতে হলমার্কিংয়ের অনুমতি চেয়েছেন।
কত দাম ৯ ক্যারেটের সোনার?
বর্তমানে ৯ ক্যারেটের সোনার প্রতি ১০ গ্রামের দাম ২৭,৭৪০ টাকা। এর উপর অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি দিতে হয়। ৯ ক্যারেট সোনার গয়নার জন্য হলমার্কিং অনুমোদিত হলে, উপভোক্তারা তাঁদের বাজেটের মধ্যে থেকেই সোনার গয়না কেনার সুযোগ পাবেন বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।