TATA Chemicals: ১০৩ কোটি টাকার জরিমানা খেল TATA কেমিকেলস! বড় শাস্তি দিল আয়কর দফতর
Tata Chemicals: জানা যাচ্ছে, এই জরিমানা ধার্য্য হওয়ার পর টাটা কেমিক্যালস বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে টাটা কেমিক্যালস। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ন্যাশনাল ফেসলেস অ্যাপিল সেন্টারে এই জরিমানার নির্দেশের বিরুদ্ধে আবেদন করার চিন্তাভাবনা করছে এবং এই বিষয়ে আইনজ্ঞ দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা।
নয়া দিল্লি: বড় ধাক্কা খেল টাটা কেমিক্যালস। একবারে ১০০ কোটির ধাক্কা। টাটা কেমিক্যালসের উপর ১০৩ কোটি ৬৩ লাখ টাকার জরিমানা চাপিয়েছে আয়কর দফতর। জানা যাচ্ছে, আয়কর আইন, ১৯৬১-র ২৭০(এ) ধারা অনুযায়ী এই জরিমানা ধার্য্য করা হয়েছে। ধারা ৩৬(১)(ii) অনুযায়ী সুদ আটকানো সংক্রান্ত অভিযোগের কথাও উঠে এসেছে সেখানে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার টাটা কেমিক্যালের তরফে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে, তাদের উপর আয়কর দফতরের ন্যাশনাল ফেসলেস অ্যাসেসমেন্ট সেন্টার থেকে ১০৩ কোটি ৬৩ লাখ টাকার জরিমানা চাপানো হয়েছে।
জানা যাচ্ছে, এই জরিমানা ধার্য্য হওয়ার পর টাটা কেমিক্যালস বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে টাটা কেমিক্যালস। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ন্যাশনাল ফেসলেস অ্যাপিল সেন্টারে এই জরিমানার নির্দেশের বিরুদ্ধে আবেদন করার চিন্তাভাবনা করছে এবং এই বিষয়ে আইনজ্ঞ দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা। উল্লেখ্য, টাটা কেমিক্যালস হল টাটা গ্রুপের অধীনস্ত একটি সংস্থা। এদিন বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে টাটা কেমিক্যালসের শেয়ার দর ০.৩১ শতাংশ বেড়ে হয়েছে ১,০৩৫.১০ টাকা।
টাটা কেমিক্যালস এখন চাইছে ন্যাশনাল ফেসলেস অ্যাপিল সেন্টারের দুয়ারে এই জরিমানার বিরুদ্ধে আবেদন করে যাতে জরিমানা প্রত্যাহার করিয়ে নেওয়া যায়। সেই মতো সব আইনি পরামর্শও নেওয়া শুরু করে দিয়েছে টাটা গোষ্ঠীর এই সংস্থা। এখন দেখার পরবর্তী সময়ে টাটা কেমিকেলস এই জরিমানার বিরুদ্ধে আবেদন করার পর বিষয়টি কোনদিকে মোড় নেয়। তবে প্রাথমিকভাবে এই জরিমানা সংস্থার জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।