Income tax slabs change: বাজেটে আয়কর স্ল্যাবে বদল, কাদের লাভ হল সবথেকে বেশি?

New tax regime slabs: হাতই দেওয়া হয়নি পুরানো কর ব্যবস্থায়। তবে, সংশোধন করা হয়েছে নতুন কর ব্যবস্থার। নতুন কর ব্যবস্থার ট্যাক্স স্ল্যাবগুলির সামান্য এদিক-ওদিক করা হয়েছে। এর ফলে, করদাতারা বছরে ১৭,৫০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। কর ব্যবস্থার এই পরিবর্তনের পর, কত টাকা কর দিতে হবে আপনাকে? কারাই বা সবথেকে সুবিধা পাবে এই পরিবর্তনের?

Income tax slabs change: বাজেটে আয়কর স্ল্যাবে বদল, কাদের লাভ হল সবথেকে বেশি?
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jul 23, 2024 | 8:12 PM

নয়া দিল্লি: বাজেটের দিন সকল চাকুরিজীবীর একটা দিকেই নজর থাকে, আয়করের কী হল? মঙ্গলবার (২৩ জুলাই), আয়কর নিয়ে দুটি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে। হাতই দেওয়া হয়নি পুরানো কর ব্যবস্থায়। তবে, সংশোধন করা হয়েছে নতুন কর ব্যবস্থার। নতুন কর ব্যবস্থার ট্যাক্স স্ল্যাবগুলির সামান্য এদিক-ওদিক করা হয়েছে। এর ফলে, করদাতারা বছরে ১৭,৫০০ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। কর ব্যবস্থার এই পরিবর্তনের পর, কত টাকা কর দিতে হবে আপনাকে? কারাই বা সবথেকে সুবিধা পাবে এই পরিবর্তনের?

প্রথমেই দেখে নেওয়া যাক নতুন কর ব্যবস্থার অধীনে সংশোধিত ট্যাক্স স্ল্যাব –

০-৩ লক্ষ টাকা: ০ (অপরিবর্তিত)

৩-৭ লক্ষ টাকা: ৫% (আগে ৩-৬ লক্ষ টাকার জন্য দিতে হত ৫%)

৭-১০ লক্ষ টাকা: ১০% (আগে ৬-৯ লক্ষ টাকার জন্য দিতে হত ১০%)

১০-১২ লক্ষ টাকা: ১৫% (আগে ৯-১২ লক্ষ টাকার জন্য ১৫%)

১২-১৫ লক্ষ টাকা: ২০% (অপরিবর্তিত)

১৫ লক্ষ টাকার উপর: ৩০% (অপরিবর্তিত)

কীভাবে ১৭,৫০০ টাকা সাশ্রয় হবে করদাতাদের?

নতুন স্ল্যাব হার কর পুরোনো স্ল্যাব হার কর পার্থক্য
০-৩ লক্ষ ০% ০-৩ লক্ষ ০%
৩-৭ লক্ষ ৫% ২০,০০০ ৩-৬ লক্ষ ৫% ১৫,০০০ – ৫,০০০
৭-১০ লক্ষ ১০% ৩০,০০০ ৬-৯ লক্ষ ১০% ৩০,০০০
১০-১২ লক্ষ ১৫% ৩০,০০০ ৯-১২ লক্ষ ১৫% ৪৫,০০০ ১৫,০০০
১২-১৫ লক্ষ ২০% ৬০,০০০ ১২-১৫ লক্ষ ২০% ৬০,০০০
১৫ লক্ষ টাকার উপর ৩০% ১,৫০,০০০ ১৫ লক্ষ ৩০% ১,৫০,০০০
মোট ২,৯০,০০০ মোট ৩,০০,০০০ ১০,০০০
স্ট্যান্ডার্ড ডিডাকশন (৩০%) ৭৫,০০০ ৫০,০০০ ৭,৫০০
সর্বমোট ১৭,৫০০

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, যাঁদের আয় ৬ থেকে ৭ লাখ টাকা এবং ৯ থেকে ১০ লাখ টাকা, তারই এই সংশোধনে সবথেকে বেশি উপকৃত হবেন। কারণ তাদের করের হার যথাক্রমে ১০ শতাংশ থেকে ৫ শতাংশে এবং ১৫ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, যে বছরে ৭ লক্ষ টাকা উপার্জন করে, এখন তাকে ৩ থেকে ৭ লক্ষ টাকার স্ল্যাবে ৫ শতাংশ আয়কর দিতে হবে। যেখানে আগে তাকে দিতে হত ১০ শতাংশ। একইভাবে, ১০ লাখ টাকা আয় করে যে, তাকে এখন ৭ থেকে ১০ লাখ টাকা আয়ের স্ল্যাবে ১০ শতাংশ কর দিতে হবে। আগে দিতে হত ১৫ শতাংশ। এছাড়া, সর্বোচ্চ আয়ের করদাতারা, অর্থাৎ, যাদের আয় ১৫ লাখ টাকা বা তার বেশি, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধির ফলে তাদের ৭,৫০০ টাকা সঞ্চয় হবে।