Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আবহেও ভারতে বিপুল বিদেশি বিনিয়োগ, রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসঙ্ঘের

২০২০ সালে করোনা আবহে ডিজিটাল জগৎ বেশি বিদেশি বিনিয়োগ টেনেছে।

করোনা আবহেও ভারতে বিপুল বিদেশি বিনিয়োগ, রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসঙ্ঘের
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 8:20 AM

নয়া দিল্লি: ২০২০ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে ৬৪০ কোটি ডলারের। যা বিশ্বে সবচেয়ে বেশি ৫ দেশের মধ্যে একটি। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সারা বিশ্বে বিনিয়োগ ৩৫ শতাংশ কমলেও ভারতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১৩০ কোটি ডলার। রাষ্ট্রসঙ্ঘের ব্যবসা ও বাণিজ্য সংস্থা আঙ্কটাডের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সাল থেকে ২০২০ সালে সারা বিশ্বে বিনিয়োগ সংকুচিত হয়েছে ৩৫ শতাংশ।

সেখানে ভারতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৭ শতাংশ। ২০১৯ সালে দেশে বিদেশি বিনিয়োগ এসেছিল ৫১০ কোটি ডলার। ২০২০ সালে করোনা আবহে ডিজিটাল জগৎ বেশি বিদেশি বিনিয়োগ টেনেছে। তাই তথ্য ও সংযোগ প্রযুক্তিতে ঢালাও বিদেশি বিনিয়োগ আসার দরুন বিশ্বে পঞ্চম হয়েছে ভারত। মহামারিতে সারা বিশ্বে ডিজিটাল পরিকাঠামোর প্রয়োজনীয়তা বেড়েছে। অ্যামাজনেই ২৮ লক্ষ ডলারের বিনিয়োগ এসেছে।

করোনা মহামারির ফলে দেশের অর্থনীতির চাকা স্তব্ধ। রেকর্ড জিডিপি পতন দেখেছে দেশ। সব রেকর্ড ভেঙে মাইনাস ৭ এ নেমেছে দেশের জিডিপি। সেই প্রেক্ষিতে বিদেশি বিনিয়োগ অর্থনীতিকে কিছুটা গতি দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। দেশের একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম বিদেশি বিনিয়োগ টেনেছে। পাশাপাশি বড় পরিমাণে বিদেশি বিনিয়োগ এসেছে লরসেন অ্যান্ড টাবরো ও গ্ল্যাক্সোস্মিথক্লিনে।

ভারত ছাড়াও এশিয়ার অন্য়ান্য দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। সমগ্র এশিয়ায় ২০২০ সালে বিদেশি বিনিয়োগ ৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৫০ কোটি ডলারে পৌঁছেছে। চিনে বিদেশি বিনিয়োগ ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৪৯০ কোটি ডলার। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়েনি। ২০২০ সালে সে দেশে মোট এফডিআই এসেছে স্রেফ ২৬০ কোটি ডলার। যা গত বছরের থেকে ১১ শতাংশ কম।

আরও পড়ুন: দেশ জুড়ে ৫জি নেটওয়ার্কের বিস্তারে গাঁটছড়া বাঁধল TCS-Airtel