AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকিট হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলেও কি ট্রেনে চড়া যায়? কী করবেন এমন ঘটলে…

Indian Railways: ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট থাকা আবশ্যক। কিন্তু কোনও কারণে যদি টিকিট হারিয়ে ফেলেন বা টিকিট ছিঁড়ে যায়, তবে ট্রেনে উঠতে পারবেন না, এমন নয়। এক্ষেত্রে প্রথমেই টিটিই-কে সমস্যার কথা জানান।

টিকিট হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলেও কি ট্রেনে চড়া যায়? কী করবেন এমন ঘটলে...
টিকিট হারিয়ে গেলে কি ট্রেনে ওঠা যায়?Image Credit: TV9 বাংলা
| Updated on: Jun 08, 2024 | 2:16 PM
Share

নয়া দিল্লি: দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসা রেল। ভারতীয় রেল নেটওয়ার্ক এশিয়ার মধ্যে বৃহত্তম। প্রতিদিন ট্রেনে লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। এই ভ্রমণের জন্য প্রয়োজন টিকিটের। এই ট্রেনের টিকিটের বিভিন্ন নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না। যেমন ট্রেনে যাত্রার সময় যদি আপনার টিকিট হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, তবে কী করবেন?

ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট থাকা আবশ্যক। কিন্তু কোনও কারণে যদি টিকিট হারিয়ে ফেলেন বা টিকিট ছিঁড়ে যায়, তবে ট্রেনে উঠতে পারবেন না, এমন নয়। এক্ষেত্রে প্রথমেই টিটিই-কে সমস্যার কথা জানান।

টিটিই তালিকা মিলিয়ে আপনার হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া টিকিটের পরিবর্তে ডুপ্লিকেট টিকিট ইস্যু করে দেবেন।

তবে এই টিকিট কিন্তু বিনামূল্যে দেওয়া হয় না। ডুপ্লিকেট টিকিটের ক্ষেত্রে একটি নির্দিষ্ট চার্জ দিতে হয়। আপনি কোন শ্রেণিতে বা কোন ট্রেনে যাত্রা করছেন, তার উপরে নির্ভর করে এই চার্জ।

ধরুন আপনি স্লিপার বা সেকেন্ড ক্লাসে যাতায়াত করছেন। সেক্ষেত্রে ডুপ্লিকেট টিকিটের জন্য আপনাকে ৫০ টাকা দিতে হবে। এসি বা ফার্স্ট ক্লাসের যাত্রী হলে, ডুপ্লিকেট টিকিটের জন্য ১০০ টাকা দিতে হবে।

যদি আপনার টিকিট ছিড়ে যায়, তবে টিকিটের দাম বা ভাড়ার ২৫ শতাংশ চার্জ বাবদ দিতে হয় ডুপ্লিকেট টিকিটের জন্য।