India’s economy: দ্বিতীয় ত্রৈমাসিকেই ভারতের GDP-র হারে রেকর্ড বৃদ্ধি, কী বলছেন প্রধানমন্ত্রী?
GDP rate: ভারতের ত্রৈমাসিক GDP-র রিপোর্টে তাৎপর্যপূর্ণ প্রবৃদ্ধির হার উঠে এসেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেই দেশের GDP-র হার ৭.৫ শতাংশ অতিক্রম করেছে। এই প্রবৃদ্ধির হার 'ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা'কে তুলে ধরছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি: ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত বর্ধনশীল বলে দিন কয়েক আগেই জানিয়েছিল বিশ্বব্যাঙ্ক। এবার ভারতের ত্রৈমাসিক GDP-র রিপোর্টে তাৎপর্যপূর্ণ প্রবৃদ্ধির হার উঠে এসেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেই দেশের GDP-র হার ৭.৫ শতাংশ অতিক্রম করেছে। এই প্রবৃদ্ধির হার ‘ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা’কে তুলে ধরছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) দেশের GDP-র হার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের জিডিপি ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। যেখানে এক বছর আগে একই সময়ে দেশের জিডিপি ছিল ৬ .২ শতাংশ। ফলে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI) খোদ জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ পর্যন্ত আশা করেছিল। এবারে মূলত উৎপাদন ক্ষেত্র, খনি এবং চাকরি ক্ষেত্রের মানোন্নয়নের জন্যই অর্থনীতির এই প্রবৃদ্ধি ঘটেছে বলে NSO-র রিপোর্টে উল্লিখিত।
দেশের জিডিপি হারের অভাবনীয় বৃদ্ধির খবর পরিসংখ্যান প্রকাশ হতেই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, “বিশ্বব্যাপী এই ধরনের কঠিন সময়ের মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকেই দেশের জিডিপি বৃদ্ধির হার ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তার নিদর্শন।” প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “বিভিন্ন ক্ষেত্রে আরও সুযোগ তৈরি করতে, দ্রুত দারিদ্র্যতা দূর করতে এবং আমাদের জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দ্রুত-গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
The GDP growth numbers for Q2 display the resilience and strength of the Indian economy in the midst of such testing times globally. We are committed to ensuring fast paced growth to create more opportunities, rapid eradication of poverty and improving ‘Ease Of Living’ for our…
— Narendra Modi (@narendramodi) November 30, 2023
প্রসঙ্গত, অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে বর্তমানে চিনকেও টেক্কা দিয়েছে ভারত। যখন ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৬ শতাংশ, সেই একই সময়ের মধ্যে চিনের প্রবৃদ্ধির হার ৪.৯ শতাংশ।