Investment Scheme: ভাল সুদে টাকা জমাতে চান? সরকারি এই ৫ বিনিয়োগ প্রকল্পে টাকা রাখুন
Finance Tips: কেন্দ্রের একাধিক এমন আর্থিক সঞ্চয় প্রকল্প রয়েছে, যেখানে অল্প টাকা বিনিয়োগ করেও বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। সরকারি আর্থিক প্রকল্প হওয়ায় এতে ঝুঁকিও কম। আপনিও যদি সঞ্চয়ের চিন্তাভাবনা করেন, তবে এই বিনিয়োগ প্রকল্পগুলিতে টাকা রাখতে পারেন।
নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আর্থিক সঞ্চয় অত্যন্ত জরুরি। আর আর্থিক সঞ্চয়ে ক্ষেত্রে অনেকেই চোখ বুজে ভরসা রাখেন সরকারি বিভিন্ন প্রকল্পের উপরে। কেন্দ্রের একাধিক এমন আর্থিক সঞ্চয় প্রকল্প রয়েছে, যেখানে অল্প টাকা বিনিয়োগ করেও বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। সরকারি আর্থিক প্রকল্প হওয়ায় এতে ঝুঁকিও কম। আপনিও যদি সঞ্চয়ের চিন্তাভাবনা করেন, তবে এই বিনিয়োগ প্রকল্পগুলিতে টাকা রাখতে পারেন।
- সুকন্য়া সমৃদ্ধি যোজনা- কন্যাসন্তানদের জন্য আর্থিক সঞ্চয়ের সবথেকে ভাল প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করলে ৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
- সিনিয়র সিটিজেন সেভিং স্কিম- ৬০ বছর ও তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য আর্থিক সঞ্চয় প্রকল্প হল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। পোস্ট অফিসের এই সেভিং স্কিমে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
- ন্যাশনাল সেভিং স্কিম- বিনিয়োগের আরও একটি লাভজনক প্রকল্প হল ন্যাশনাল সেভিং স্কিম। মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। এই বিনিয়োগ প্রকল্পে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
- পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম- যদি সীমিত কয়েক বছরের জন্য কোনও আর্থিক প্রকল্পে টাকা রাখতে চান, তবে সেরা প্রকল্প হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম। আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের মেয়াদে এই স্কিমে অর্থ বিনিয়োগ করা যায়। ৭.৫ শতাংশ হারে এই বিনিয়োগ প্রকল্পে সুদ পাওয়া যায়।
- রেকারিং ডিপোজিট- ৫ বছরের জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্য়াকাউন্টেও টাকা রাখতে পারেন। একক বা যুগ্ন অ্যাকাউন্ট খুলতে পারেন। এই বিনিয়োগ প্রকল্পে ৬.২০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।