Bank Interest Rates On FDs: ৭.২৫ শতাংশ হারে সুদ মিলবে এই বেসরকারি ব্যাঙ্কের FD-তে, করুন বিনিয়োগ

Bank Interest Rates On FDs: ২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতে সুদের হার বাড়াল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সর্বোচ্চ ৭.২৫ শতাংশ হারে সুদের হার মিলবে।

Bank Interest Rates On FDs: ৭.২৫ শতাংশ হারে সুদ মিলবে এই বেসরকারি ব্যাঙ্কের FD-তে, করুন বিনিয়োগ
এমনিতে কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সংশোধন করার বিষয়ে পুনর্বিবেচনা করে। সেই হিসেব মতো পরবর্তী সংশোধন এই মাসের শেষেই হওয়ার কথা। ফলে নতুন বছরের প্রথমার্ধ্বে পিপিএফ- এ কোন হারে সুদ মিলবে তা ৩১ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2022 | 8:27 PM

ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক হল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank)। এবার ২ কোটি টাকার নীচে নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের বাড়াল এই ব্যাঙ্ক। ইতিমধ্যেই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে সাধারণ মানুষের জন্য ৭ দিন থেকে ৬১ মাসের বিভিন্ন স্থায়ী আমানতে ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক। আর প্রবীণ নাগরিকদের মিলবে ৪.২৫ শতাংশ ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ।

২ বছর থেকে ২ বছর ১ মাস মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকেরা পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ। এবং এই একই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা ৮ শতাংশ হারে সুদ পাবেন।

এক নজরে দেখে নিন এই ব্যাঙ্কের ২ কোটি টাকার আমানতের নীচে বিভিন্ন মেয়াদের আমানতে সুদের হার:

৭ দিন থেকে ৩০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৩.৫০ শতাংশ

৩১ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.০০ শতাংশ

৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.২৫ শতাংশ

৬১ দিন থেকে ১২০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.৫০ শতাংশ

১২১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.৭৫ শতাংশ

১৮১ দিন থেকে ২৬৯ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৫.৫০ শতাংশ

২৭০ দিন থেকে ৩৫৪ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৫.৭৫ শতাংশ

৩৫৫ দিন থেকে ৩৬৪ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.০০ শতাংশ

১ বছর থেকে ১ বছর ৬ মাসের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৭৫ শতাংশ

১ বছর ৬ মাস থেকে ২ বছর মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.০০ শতাংশ

২ বছর থেকে ২ বছর ১ মাসের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.২৫শতাংশ

২ বছর ১ মাস থেকে ৩ বছরের কম মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.০০ শতাংশ

৩ বছর থেকে ৬১ মাসের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৭৫ শতাংশ

৬১ মাস থেকে তার বেশি সময়ের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৫০ শতাংশ

আর ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ট্যাক্স সেভিং স্কিমে ৫ বছরের আমানতে সাধারণ নাগরিকরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। এদিকে উল্লেখ্য, সব মেয়াদের আমানতে অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকেরা।