Inflation in India: সবজি-গ্যাস-ইলেকট্রিসিটি, আর কীসের দাম বাড়ছে? মূল্যবৃদ্ধির হার কত?

Inflation in India: জানা গিয়েছে, পাইকারি বাজারে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ, অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এছাড়া, প্যাকেটজাত খাবার ও অন্যান্য পণ্যের দাম বাড়ার কথাও উল্লেখ করেছে মন্ত্রক।

Inflation in India: সবজি-গ্যাস-ইলেকট্রিসিটি, আর কীসের দাম বাড়ছে? মূল্যবৃদ্ধির হার কত?
কী পদক্ষেপ করল সরকার? Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2024 | 11:58 AM

নয়া দিল্লি: সম্প্রতি এপ্রিলের খুচরো মূল্যবৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ হয়েছে। আর তাতে দেখা গিয়েছে মূল্যবৃদ্ধি ০.০২ শতাংশ হলেও কমেছে। কিন্তু পরের দিনই পাইকারি মূল্যবৃদ্ধির পরিসংখ্যান সামনে আসার পর বোঝা যাচ্ছে সবজির দাম ঠিক কতটা বেশি।

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে জ্বালানির (পেট্রোল-ডিজেল ও এলপিজি) সঙ্গে বিদ্যুতের দামও বাড়ছে। একই সময়ে, খাদ্য সামগ্রী, বিশেষ করে শাকসবজির দাম বেড়েছে, যার জন্য গত এপ্রিল মাসে মূল্যবৃদ্ধির হার আরও বেড়েছে, পৌঁছেছে ১.২৬ শতাংশে।

জানা গিয়েছে, পাইকারি বাজারে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ, অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এছাড়া, প্যাকেটজাত খাবার ও অন্যান্য পণ্যের দাম বাড়ার কথাও উল্লেখ করেছে মন্ত্রক।

এপ্রিলে খাদ্যের মূল্যবৃদ্ধি বেড়েছে ৭.৭৪ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৬.৮৮ শতাংশ। যেখানে এপ্রিলে সবজির মূল্যবৃদ্ধি হার ছিল ২৩.৬০ শতাংশ, মার্চ মাসে তা ছিল মাত্ ১৯.৫২ শতাংশ। একইভাবে, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির হার এপ্রিলে ছিল ১.৩৮ শতাংশ, যা মার্চে ছিল (-) ০.৭৭ শতাংশ।

এপ্রিলের পাইকারি মূল্যবৃদ্ধির পরিসংখ্যান এপ্রিলের খুচরা মূল্যবৃদ্ধির হারের সম্পূর্ণ বিপরীত। দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার এপ্রিলে ১১ মাসের সর্বনিম্ন। ৪.৮৩ শতাংশে নেমে এসেছে সেই হার।