Axis Capital: এক লাফে শুল্ক বাড়ছে ২৫%, মোবাইলের বিলের ধাক্কা সামলাতে তৈরি থাকুন

Axis Capital report: ব্রোকারেজ ফার্ম, 'অ্যাক্সিস ক্যাপিটালে'র সাম্প্রতিকতম প্রতিবেদন বলছে, টেলিকম সংস্থাগুলি আরও একবার শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করছে। তাই, শিগগিরই ভারতে মোবাইল ফোনের বিল বাড়বে। এর ফলে, তাদের ব্যবহারকারী প্রতি গড় আয় বাড়বে বলে আশা করছে টেলিকম অপারেটররা।

Axis Capital: এক লাফে শুল্ক বাড়ছে ২৫%, মোবাইলের বিলের ধাক্কা সামলাতে তৈরি থাকুন
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: May 14, 2024 | 6:09 PM

মুম্বই: চলতি নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে মূল্যবৃদ্ধি। নিত্য ব্যবহারের জিনিসপত্রের দামের ছ্যাঁকায় কাহিল সাধারণ মানুষ। এর মধ্যে একমাত্র আশার আলো ছিল মোবাইল ফোনের বিল। বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে তুলনা করলেও দেখা যাবে, ভারতে মোবাইল ডেটার মূল্য অনেক কম। তবে, এই ক্ষেত্রেও চাপ বাড়তে চলেছে পকেটে। ব্রোকারেজ ফার্ম, ‘অ্যাক্সিস ক্যাপিটালে’র সাম্প্রতিকতম প্রতিবেদন বলছে, টেলিকম সংস্থাগুলি আরও একবার শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করছে। তাই, শিগগিরই ভারতে মোবাইল ফোনের বিল বাড়বে। এর ফলে, তাদের ব্যবহারকারী প্রতি গড় আয় বাড়বে বলে আশা করছে টেলিকম অপারেটররা।

কতটা বাড়বে শুল্ক? ‘অ্যাক্সিস ক্যাপিটালে’র প্রতিবেদন অনুসারে, ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করতে পারে টেলিকম অপারেটররা। রিপোর্টে বলা হয়েছে, “টেলিকম ক্ষেত্রে ভারতে একটি স্থিতিশীল প্রতিযোগিতামূলক পরিবেশ রয়েছে। সরকারি সহায়তা অব্যাহত রয়েছে। কিন্তু, অপারেটররা ৫জি-তে মোটা অঙ্কের বিনিয়োগ করেছে। তাই তাদের লভ্যাংশ বাড়ানোর প্রয়োজনিয়তা রয়েছে।। এই অবস্থায়, প্রায় ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হবে বলে আশা করা হচ্ছে।”

২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করা হলেও, শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলেও গ্রাহকদের মোবাইল পরিষেবার ব্যয়ভার বহন করতে বিশেষ অসুবিধা হবে না বলে আশা প্রকাশ করেছে ‘অ্যাক্সিস ক্যাপিটাল’। মোবাইল ডেটা পরিষেবার চাহিদা কমেনি। বর্তমানে শহুরে পরিবারগুলি, তাদের মোট সাংসারিক খরচের প্রায় ৩.২% ব্যয় করে মোবাইল পরিষেবার পিছনে। ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধির পর, টেলিকমের পিছনে তাদের খরচ বেড়ে, মোট খরচের ৩.৬% হতে পারে। মোবাইলের পিছনে গ্রামীণ গ্রাহকদের খরচ, তাদের মোট সাংসারিক খরচের ৫.২% থেকে বেড়ে ৫.৯ শতাংশ হতে পারে।

অপর দিকে, টেলিকম সংস্থাগুলির গ্রাহক প্রতি গড় আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে, জিও সংস্থার গ্রাহক প্রতি গড় আয় ছিল ১৮১.৭ টাকা। তার আগের ত্রৈমাসিকে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া র গ্রাহক প্রতি গড় আয় ছিল যথাক্রমে ২০৮ টাকা এবং ১৪৫ টাকা। অ্যাক্সিস ক্যাপিটালের অনুমান, শুল্ক বৃদ্ধির ফলে, এই টেলিকম জায়ান্টগুলির গ্রাহক প্রতি গড় আয় ১৬% পর্যন্ত বাড়তে পারে। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে পরপর তিনবার শুল্ক বৃদ্ধি করেছিল টেলিকম সংস্থাগুলি। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের রিপোর্ট অনুযায়ী, সেই সময় ভারতী এয়ারটেলের গ্রাহক প্রতি আয় ৫৮% বৃদ্ধি পেয়েছিল। একই সময় জিও এবং ভোডাফোন আইডিয়া সংস্থার গ্রাহক প্রতি আয় বেড়েছিল ৩৩% করে।