HDFC Bank Interest Rate Revised: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দারুণ খবর, এবার পাবেন এই নতুন সুবিধা
HDFC Bank Interest Rate Revised: এইচডিএফসি ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে এবার থেকে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Saving Bank Account) ক্ষেত্রে সুদের গণনায় পরিবর্তন আনা হচ্ছে। এতদিন মাসিক হিসাব রাখা হলেও, এবার থেকে প্রতিদিন অ্যাকাউন্টের ব্যালেন্স হিসাব করা হবে
নয়া দিল্লি: আপনি কি এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহক? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার থেকে এইডিএফসি ব্যাঙ্কের সুদের হার গণনায় (Interest Rate) আনা হচ্ছে পরিবর্তন। এরফলে আপনার প্রাপ্য অর্থের হার বাড়তে পারে। এইচডিএফসি ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছে এবার থেকে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Saving Bank Account) ক্ষেত্রে সুদের গণনায় পরিবর্তন আনা হচ্ছে। এতদিন মাসিক হিসাব রাখা হলেও, এবার থেকে প্রতিদিন অ্যাকাউন্টের ব্যালেন্স হিসাব করা হবে এবং ১৫ দিনের ব্যবধানে সুদের হিসাব দেওয়া হবে।
দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ঋণদাতা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকেই এই নতুন সুদের হার চালু করা হয়েছে। এবার থেকে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে নিম্নলিখিত হারে সুদ দেওয়া হবে-
- সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ৫০ লক্ষের নীচে থাকে, তবে প্রতি বছর ৩ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
- ৫০ লক্ষের বেশি থেকে ১ হাজার কোটি টাকার মধ্যে যদি অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে, তবে সেক্ষেত্রে প্রতি বছরের ৩.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
- যদি কারোর সেভিং অ্যাকাউন্টের ব্যালেন্স ১ হাজার কোটি টাকা বা তার বেশি হয়, সেক্ষেত্রে ৪.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিক, যা গত সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে, সেখানে এইচডিএফসি ব্য়াঙ্কের মোট লাভের পরিমাণে ১৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। এই ব্যাঙ্কিং সংস্থার লাভের অঙ্ক ছিল ৯ হাজার ৯৬ কোটি টাকা। তবে ব্যাড ঋণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে বলেই জানা গিয়েছে। তবে করোনাকালে এই লাভের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই ভাল বলে মনে করা হচ্ছে, কারণ তার আগের বছরই সেপ্টেম্বর ত্রৈমাসিকে এইচডিএফসি ব্যাঙ্কের লাভের অঙ্ক ছিল ৭৭০৩ কোটি টাকা।
এইচডিএসফসি ব্যাঙ্কের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে যেখানে ব্যাঙ্কের মোট আয়ের পরিমাণ ছিল ৩৮ হাজার ৪৩৮ কোটি ৪৭ লক্ষ টাকা, তা ২০২১ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৩৬ কোটি ৩৬ লক্ষ টাকা।