Food Delivery in Train Journey : ট্রেনে বসেই পান পিৎজা, বাটার চিকেন, কী করে করবেন অর্ডার?

Food Delivery in Train Journey : ট্রেনে সফরের সময়ই এবার পাবেন পিৎজা, বাটার চিকেনের মতো খাবার। ই-ক্যাটারিংয়ের মাধ্যমে অর্ডার করলে নির্ধারিত স্টেশনে পৌঁছে যাবে খাবার।

Food Delivery in Train Journey : ট্রেনে বসেই পান পিৎজা, বাটার চিকেন, কী করে করবেন অর্ডার?
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 9:30 AM

অফিসের কাজে বা কখনো কেবলমাত্র ঘুরতে যাওয়ার কারণে ট্রেনে সফর আমাদের অনেককেই করতে হয়। দু’ তিনদিনের ট্রেনে যাত্রা যেরকম অনেকে যেমন উপভোগ করেন সেরকম কেউ কেউ আবার ট্রেনে যাত্রার সময় খাবার নিয়ে বেশ চিন্তিত থাকেন। কিন্তু এখন থেকে আর সেই জন্য মাথা ঘামাতে হবে না যাত্রীদের। অনলাইনে ট্রেনের টিকিট বুক করার মতোই সহজ এখন ট্রেনের যাত্রার সময় খাবার অর্ডার করা। আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা অ্যাপ থেকে খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা। ট্রেনে ফুড ডেলিভারির জন্য ইক্য়াটারিং (eCatering app) অ্য়াপ নামে নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে IRCTC। গুগল প্লে স্টোর ও অ্য়াপল স্টোরে এই অ্যাপটি উপলভ্য। এখন অ্যাপের এক ক্লিকেই নর্থ ইন্ডিয়ান খাবার থেকে ধোসা, ইডলি, পিৎজা পেয়ে যাবেন ট্রেনের যাত্রীরা।

ট্রেনে অনলাইনে খাবার অর্ডার করার ৫ টি সহজ উপায় :

  • https://www.ecatering.irctc.co.in/ এ লগ ইন করুন।
  • ট্রেনের নাম এবং স্টেশনের নামও উল্লেখ করুন।
  • ট্রেনের PNR নম্বরও দিন এবং আপনার যাত্রার জন্য় রেঁস্তোরার খোঁজ করুন।
  • আপনার খাবার পছন্দ করুন এবং আপনার অর্ডার নিশ্চিত করুন।
  • অনলাইনে বা ক্য়াশ অন ডেলিভারিও করতে পারেন আপনি।
  • নির্ধারিত স্টেশনে সময়মতো আপনার খাবার পৌঁছে যাবে।

কিছু কিছু মূল স্টেশনে এই পরিষেবা পেতে পারেন যাত্রীরা। সেই স্টেশনগুলি হল মুম্বই সেন্ট্রাল (BCT), ছত্রপতি শিবাজি টার্মিনাল (CST), নিউ দিল্লি রেলওয়ে স্টেশন (NDLS), ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন (DEL), বেঙ্গালুরু সিটি জংশন (SBC), চেন্নাই সেন্ট্রাল (এমএএস), কানপুর (সিএনবি), এলাহাবাদ জংশন (এএলডি), বারাণসী (বিএসবি), লখনউ (এলকেও), ইটারসি (ইটি), ভোপাল জংশন (বিপিএল), বিজয়ওয়াড়া (বিজেডএ) ইত্যাদি। অদূর ভবিষ্যতে IRCTC আরও বেশি স্টেশনে এই পরিষেবা নিয়ে আসবে বলে জানা গিয়েছে।