Doorstep Banking : বিনামূল্য়ে পাবেন ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা, কীভাবে করবেন আবেদন জেনে নিন
Doorstep Banking : বিশেষভাবে সক্ষম গ্রাহকদের জন্য়ও ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে ভারতীয় স্টেট ব্য়াঙ্ক। মাসে তিনবার এই ব্য়াঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহকরা।
দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল ভারতীয় স্টেট ব্য়াঙ্ক। এই ব্য়াঙ্ক তার গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি দুয়ারে ব্যাঙ্কিং বা ডোরস্টেপ ব্যাঙ্কিং ইতিমধ্য়েই চালু করেছে এসবিআই। এসবিআই-র ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পেয়ে থাকেন। এবার ডোরস্টেপ ব্যাঙ্কিং নিয়ে বড় পদক্ষেপ ভারতীয় স্টেট ব্যাঙ্কের। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিনামূল্য়ে দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবার কথা ঘোষণা করেছে। বিশেষভাবে সক্ষম গ্রাহকরা মাসে তিনবার এই পরিষেবা পাবেন। এই নয়া পরিষেবার কথা ঘোষণা করে এসবিআই-র তরফে টুইটও করা হয়েছে।
গতকাল স্বাধীনতা দিবসের দিন ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে একটি টুইটে জানিয়েছে, ‘আপনার ঘরের কাছে এসবিআই!!! বিশেষভাবে সক্ষম গ্রাহকদের জন্য মাসে তিনবার ‘ডোরস্টেপ ব্য়াঙ্কিং পরিষেবা’ নিয়ে এসেছে এসবিআই।’ এই দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবার অন্তর্গত বেশ কিছু পরিষেবার সুবিধা পাবেন এই গ্রাহকরা।
ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের যেসব পরিষেবা পাবেন বিশেষভাবে সক্ষম গ্রাহকরা :
- টাকা তোলা
- টাকা পাঠানো
- চেক তোলা
- চেক রিক্যুইজ়িশন স্লিপ
- ফর্ম 15H সংগ্রহ
- ড্রাফ্টের ডেলিভারি
- টার্ম ডিপোজ়িট অ্যাডভাইসের ডেলিভারি
- লাইফ সার্টিফিকেট সংগ্রহ
- কেওয়াইসি তথ্য সংগ্রহ
SBI at your doorstep!!! For differently abled customers, SBI is here to help with free “Door Step Banking Services” 3 times in a month. Know more – https://t.co/m4Od9LofF6#SBI #DoorstepBanking #AmritMahotsav pic.twitter.com/tgDFwNlBnb
— State Bank of India (@TheOfficialSBI) August 15, 2022
বিশেষভাবে সক্ষম গ্রাহক ছাড়াও প্রবীণ নাগরিক, দৃষ্টিশক্তিহীন, সার্টিফায়েড কঠোর ব্যধি রয়েছে এমন ব্য়ক্তি, কেওয়াইসি রেজিস্ট্রেশন করা, সিঙ্গল অ্যাকাউন্ট হোল্ডার ব্যাঙ্কের শাখার ৫ কিলোমিটারের মধ্যে ডোরস্টেপ ব্য়াঙ্কিং পরিষেবা পেয়ে থাকেন। প্রসঙ্গত, জয়েন্ট অ্য়াকাউন্টের হোল্ডার,মাইনর অ্য়াকাউন্টের গ্রাহকরা এই সুবিধা পাবেন না।
কীভাবে ডোরস্টেপ ব্য়াঙ্কিংয়ের জন্য আবেদন করবেন?
- SBI ডোরস্টেপ ব্য়াঙ্কিং পরিষেবার জন্য SBI গ্রাহকদের টোল ফ্রি নম্বর ১৮০০১০৩৭১৮৮ বা ১৮০০১২১৩৭২১ নম্বরে রেজিস্টার করতে হবে।
- YONO অ্যাপের ব্যবহার করে কীভাবে SBI ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবেন?
- MPIN বা ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে SBI YONO অ্যাপটি খুলুন।মেনু থেকে ‘Service Request’ এ ক্লিক করুন।
- পরের স্ক্রিন থেকে ‘Doorstep Services’ অপশনে ক্লিক করুন।
- ড্রপডাউন মেনু থেকে আপনার অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করুন এবং রেজিস্টারে ক্লিক করুন। এরপরই আপনার অনুগ্রহ গৃহীত হবে।