মাত্র ১০৭ টাকার প্ল্যান, সস্তার ট্যারিফে নজর কাড়ছে BSNL
BSNL Tariff: ইতিমধ্যে বিএসএনএল-এর সঙ্গে হাত মিলিয়েছে টাটা-ও। একটি ডেটা সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে টাটা। টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)-এর তরফ থেকে বিনিয়োগ করা হচ্ছে। অন্যদিকে, দেশের বড় শহরগুলিতেও বিএসএনএল ৫জি-র পরীক্ষা শুরু হয়েছে।
নয়া দিল্লি: সম্প্রতি বিভিন্ন সংস্থার ট্যারিফে পরিবর্তন আসায় নতুন করে জনপ্রিয়তা পেয়েছে বিএসএনএল (BSNL)। অন্যান্য টেলিকম সংস্থার অপারেটরদের তুলনায় অনেক সস্তার প্ল্যানের অফার দিচ্ছে বিএসএনএল। এই কারণেই গ্রাহকরা ধীরে ধীরে BSNL-এর দিকে ঝুঁকছেন। শুধু সস্তার ট্যারিফই নয়, পাশাপাশি নেটওয়ার্ক উন্নত করার জন্যও নতুন পদক্ষেপ করা হয়েছে। এমন একটি প্ল্যান এবার আনা হয়েছে, যা গ্রাহকদের কাছে বেশ লোভনীয়।
BSNL-এর এই ১০৭ টাকার প্ল্যানটি রীতিমতো ট্রেন্ড তৈরি করেছে। এটির বৈধতা ৩৫ দিন। অন্যান্য সংস্থা যেখানে ২০ থেকে ২৮ দিনের মেয়াদযুক্ত প্ল্যান নিয়ে আসে, সেখানে ৩৫ দিনের প্ল্যান পছন্দ করছেন অনেকেই। এতে বেশ কিছু সুবিধা পাওয়া যায়।
তবে এই প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সুবিধা নেই। ব্যবহারকারীদের ২০০ মিনিট কল করার সুযোগ দেওয়া হয়। ৩৫ দিনের জন্য ডেটা প্ল্যানও দেওয়া হয়েছে। তবে যারা অনেক বেশি ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত নয়। সীমিত ডেটার প্রয়োজন থাকলে এই প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে না। এই প্ল্যানে ৩৫ দিনের জন্য ১ জিবি ডেটা দেওয়া হয়।
ইতিমধ্যে বিএসএনএল-এর সঙ্গে হাত মিলিয়েছে টাটা-ও। একটি ডেটা সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে টাটা। টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)-এর তরফ থেকে বিনিয়োগ করা হচ্ছে। অন্যদিকে, দেশের বড় শহরগুলিতেও বিএসএনএল ৫জি-র পরীক্ষা শুরু হয়েছে।