Aadhaar Card Update : কীভাবে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করবেন? বিশদে জানুন

Aadhaar Card Update : মহারাষ্ট্রে আধার ও ভোটার আইডি কার্ডের সংযুক্তিকরণ শুরু হয়েছে। বেশ কয়েক ধাপে সম্পন্ন হবে আধার কার্ড ও ভোটার কার্ডের লিঙ্কিং।

Aadhaar Card Update : কীভাবে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করবেন? বিশদে জানুন
গ্রাফিক্স সৌজন্যে : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 10:58 AM

ভারতের নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করানো হবে। আগামী মাসের ১ তারিখ থেকে মহারাষ্ট্রে তা শুরু হবে। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীকান্ত দেশপান্ডে এ বিষয়ে জানিয়েছেন। এই প্রক্রিয়ার জন্য মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হবে। এই ফাঁকে জেনে নেওয়া যাক কীভাবে আধার ও ভোটার কার্ড লিঙ্ক করা হবে।

ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালের মাধ্যমে আধার ও ভোটার কার্ড লিঙ্কের পদ্ধতি :

  1. NSVP (National Voters Services Portal) পোর্টালে লগ অন করুন এবং হোমপেজে উপলব্ধ ইলেক্টোরাল রোল অপশনে সার্চে ক্লিক করুন।
  2. নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে বা রাজ্য ও EPIC নম্বর দিয়ে নিজের ভোটার কার্ডের খোঁজ করুন।
  3. স্ক্রিনের বাঁদিকে ‘Feed Aadhaar No’ দেখা যাবে। সেখানে ক্লিক করুন।
  4. একটি পপ উইন্ডো আসবে। সেখানে আপনার আধারের বিস্তারিত তথ্য দিতে হবে। দিতে হবে EPIC নম্বরও।
  5. প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিন এবং আপনার ইমেলে বা রেজিস্টার করা ফোন নম্বরে যাওয়া OTP দিন।
  6. সাবমিটে ক্লিক করুন।
  7. আধার এবং EPIC-র লিঙ্ক হয়ে যাওয়ার বিষয়ে একটি নোটিফিকেশন স্ক্রিনে দেখাবে।

প্রসঙ্গত, ভোটার আইডি কার্ড ও আধার কার্ডের সংযুক্তকরণ ঐচ্ছিক। চাইলে ভোটাররা এই প্রক্রিয়া থেকে বিরত থাকতে পারতেন। এদিকে মহারাষ্ট্রে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন যে, আধারের সঙ্গে ভোটার আইডি কার্ডের সংযুক্তিকরণ না হলেও ভোটার তালিকা থেকে কেউ বাদ পড়বেন না।