Ram Temple Visit: রাম মন্দির দর্শনে একসঙ্গে ডবল লাভ! লক্ষ-লক্ষ টাকার কর বাঁচান
Tax savings by Ram Temple visiting: এখনও রাম মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। দেশ তথা গোটা বিশ্বের নাগরিকের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। বর্তমান সময়ে আপনি রাম দর্শন করলে একসঙ্গে দুটি সুবিধা পেতে পারেন। লক্ষ-লক্ষ টাকার কর দেওয়া থেকে রেহাই পেতে পারেন।
নয়া দিল্লি: রাম মন্দিরের উদ্বোধনের পর দু-মাস পেরিয়ে গিয়েছে। এখনও মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। দেশ তথা গোটা বিশ্বের নাগরিকের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। বর্তমান সময়ে আপনি রাম দর্শন করলে একসঙ্গে দুটি সুবিধা পেতে পারেন। লক্ষ-লক্ষ টাকার কর দেওয়া থেকে রেহাই পেতে পারেন।
আপনি দুটি সুবিধা পাবেন
রাম মন্দিরের দর্শনের সঙ্গে আপনি দুটি সুবিধা পেতে পারেন। প্রথমটি হল- পুণ্য অর্জন। আর দ্বিতীয়টি হল- ট্রাস্টে অর্থ দান করে অতিরিক্ত কর দেওয়া থেকে মুক্তি পাওয়া। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, কেন্দ্রীয় সরকার নির্ধারণ করেছে যে, ৮০জি (২) ধারার অধীনে রাম মন্দিরের মেরামত বা সংস্কারের জন্য ট্রাস্টে অনুদানের ৫০ শতাংশ কর ছাড়ের যোগ্য হবে। তবে এটা মনে রাখবেন যে, ২০০০ টাকার বেশি নগদ দান কর ছাড়ের জন্য যোগ্য হবে না।
কীভাবে দান করবেন?
১) প্রথমে ট্রাস্টের ওয়েবসাইট https://online.srjbtkshetra.org/#/login-এ গিয়ে শুরু করুন। ২) অনুদানের অধীনে দান ট্যাবে ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বর এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করুন। ৩) একবার লগ ইন করার পর প্যান নম্বর, অনুদানের উদ্দেশ্য, পরিমাণ, ঠিকানা এবং পিন কোড দিয়ে আবেদনপত্র পূরণ করুন। ৪) এবার অনুদানে ক্লিক করুন এবং পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অর্থপ্রদান করুন। এরপর আপনি একটি অনুদানের রশিদ পাবেন। ৫) আপনি UPI, QR কোড, চেক, IMPS, NEFT বা ডিমান্ড ড্রাফ্ট ব্যবহার করে অর্থ প্রদান করতে পারেন। ৬) টাকা দান করার প্রায় ১৫ দিন পর ওয়েবসাইট থেকে রসিদ ডাউনলোড করা যাবে। অনুদানের রসিদ ডাউনলোড করতে পারেন। ৭) ট্রাস্টের ওয়েবসাইটে (https://online.srjbtkshetra.org/donation-receipt/) লগ ইন করে অনুদানের রসিদ ডাউনলোড করে নিন। এর জন্য অবশ্য ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। রসিদ ডাউনলোড করতে মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। তারপর রসিদ ডাউনলোড হয়ে যায়।