Share Market Investment: শেয়ার মার্কেটে বিনিয়োগে ভয়? মাথায় রাখুন এই টিপসগুলি

Share Market Investment: আপনার বিনিয়োগকে বিভিন্ন ধরনের স্টকে ভেঙে দিন। বিশেষজ্ঞরা ববছেন কোনও এক শ্রেণির স্টকে বিনিয়োগের থেকে বিভিন্ন ধরনের স্টকে বিনিয়োগ করলে লোকসান ঝুঁকি অনেকটা কম থাকে। আবার আচমকা লাভের মুখও দেখা যেতে পারে।

Share Market Investment: শেয়ার মার্কেটে বিনিয়োগে ভয়? মাথায় রাখুন এই টিপসগুলি
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 11:38 PM

কলকাতা: অনেকেই বলেন স্টক মার্কেটে বিনিয়োগ অনেক ঝুঁকিই থেকে যায়। কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, বাজার বুঝে বিনিয়োগ করলে লোকসানের বদলে আপনি সহজেই দেখতে পারেন লাভের মুখ। তবে এর জন্য শুরুতেই কাটাতে হবে ভয়। সম্প্রতি, মার্কেটের অবস্থা খুব একটা ভাল নয়, রোজই একাধিক নামজাদা স্টকে পারাপতন দেখতে পাওয়া যাচ্ছে। তাতে আরও ভয় বাড়ছে নতুন বিনিয়োগকারীদের মধ্যে। তবে বাজারের ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যাবে এই পরিস্থিতি নতুন নয়, আগেও একাধিকবার এই জাতীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বিনিয়োগকারীদের। বিশেষজ্ঞরা বলছেন স্নায়ুর উপুর নিয়ন্ত্রণ ও শেয়ার নিয়ে একটু পড়াশোনা করে বিনিয়োগ করলে খারাপ সময়েও হতে পারে কেল্লাফতে। 

দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করুন

বাজার বিশেষজ্ঞদের মতে, নতুন বিনিয়োগকারীদের সবার আগে দীর্ঘমেয়াদে বিনিয়োগের লক্ষ্যমাত্রা রেখে বিনিয়োগ করা উচিত। কোন উদ্দেশ্যে বিনিয়োগ করছেন, আসলেই কতটা লাভ করতে চাইছেন, যে পুঁজি তার হাতে আছে তা আগামীতে তার জন্য আদপেই কতটা লাভজনক হতে পারে বাস্তব পরিস্থিতির নিরিখে তা বুঝে বিনিয়োগ করা উচিত। স্বল্প মেয়াদের বিনিয়োগে ক্ষেত্রে মার্কেট টালমাটাল হলে ক্ষতির আশঙ্কা থেকে যায়। কিন্তু দীর্ঘমেয়াদের বিনিয়োগে সেই আশঙ্কা অনেকটাই কম।

গবেষণা করুন

বিনিয়োগ করার আগে, আপনি যে কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে চান সেগুলি সম্পর্কে গবেষণা করুন। কোম্পানির আর্থিক ইতিহাস এবং আয়, ব্যয়, লাভ সবটা নিয়ে পড়াশোনা করুন। সোজা কথায় কোম্পানি অতীতে বিনিয়োগকারীদের কতটা লাভের গুড় এনে দিয়েছে সবার আগে সেটা জেনে নিন। 

বিভিন্নতা আনুন

আপনার বিনিয়োগকে বিভিন্ন ধরনের স্টকে ভেঙে দিন। বিশেষজ্ঞরা ববছেন কোনও এক শ্রেণির স্টকে বিনিয়োগের থেকে বিভিন্ন ধরনের স্টকে বিনিয়োগ করলে লোকসান ঝুঁকি অনেকটা কম থাকে। আবার আচমকা লাভের মুখও দেখা যেতে পারে। যেমন করোনাকালে স্বাস্থ্যক্ষেত্রে সঙ্গে জড়িত স্টকগুলিতে বড় লাভ দেখা গিয়েছিল।

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।