Dearness Allowance: এবার কি মিলবে ১৮ মাসের ডিএ? প্রস্তাব গেল নির্মলার কাছে
DA: অতীতে দেশে যখন কোভিড অতিমারি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন অর্থনীতির কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে ১৮ মাস মহার্ঘভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। করোনাকালের সেই ধাক্কা কাটিয়ে উঠে এবার ফের ছন্দে ফিরেছে দেশের অর্থনীতি। এমন অবস্থায় আটকে থাকা ওই ১৮ মাসের মহার্ঘভাতার যাতে ছাড়া হয়, সেই প্রস্তাব জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে একটি চিঠি গিয়েছে।
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও এক বড় খবর। ১৮ মাসের মহার্ঘভাতা কি এবার পেতে চলছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? সম্প্রতি এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে একটি প্রস্তাব জমা পড়েছে। প্রসঙ্গত, অতীতে দেশে যখন কোভিড অতিমারি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন অর্থনীতির কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে ১৮ মাস মহার্ঘভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। করোনাকালের সেই ধাক্কা কাটিয়ে উঠে এবার ফের ছন্দে ফিরেছে দেশের অর্থনীতি। এমন অবস্থায় আটকে থাকা ওই ১৮ মাসের মহার্ঘভাতার যাতে ছাড়া হয়, সেই প্রস্তাব জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে একটি চিঠি গিয়েছে।
ভারতীয় প্রতীক্ষা মজদুর সংঘের তরফে সংগঠনের সাধারণ সম্পাদাক মুকেশ সিং এই অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন নির্মলাকে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত এই ১৮ মাসের মহার্ঘভাতা আটকে রয়েছে। সেই বিষয়টি নিয়েই দৃষ্টি আকর্ষণ করেছেন মুকেশ সিং। নির্মলাকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘ধীরে ধীরে করোনার ধাক্কা কাটিয়ে দেশের অর্থনীতি আবার উন্নতি করছে, এটা দেখে আমরা সকলেই খুশি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং করোনাকালে সরকারি কর্মচারীদের অবদানের কথা মাথায় রেখে, তাঁদের ১৮ মাসের মহার্ঘভাতার বিষয়টি আসন্ন বাজেট অধিবেশনে বিবেচনা করে দেখা হোক।’
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা সম্প্রতি চার শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে বেতন পান। ২০২৩ সালের জুলাই মাস থেকে এই নতুন বর্ধিত হার কার্যকর রয়েছে।