LIC Aadhaar Shila Plan: প্রতিদিন মাত্র ৮৭ টাকা দিন, ১০ বছরে কয়েক লক্ষ টাকা পেতে পারেন এলআইসির এই স্কিমে
LIC: যদি কেউ ১৫ বছর বয়সে প্রতিদিন ৮৭ টাকা করে রাখেন, এক বছরের মধ্যে এলআইসি আধার শিলা যোজনায় ৩১ হাজার টাকার উপরে জমা করতে পারবেন।
ভারতের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন বা LIC-এর কোনও স্কিমে ইনভেস্টমেন্টের কথা যদি ভেবে থাকেন তাহলে আধার শিলা স্কিম (LIC Aadhaar Shila Plan) একেবারেই যথার্থ। ভাল লাভ রয়েছে এই স্কিমে। এলআইসির এই যোজনা গত চার বছরে যথেষ্ট সাড়া ফেলেছে। এই স্কিমের বিশেষত্ব হল, স্কিমটি একেবারেই মহিলাদের কথা মাথায় রেখে করা হয়েছে। এই স্কিমে বিমা সুরক্ষার পাশাপাশি সেভিংসেরও ভাল সুযোগ রয়েছে। প্রতিদিন ৮৭ টাকা জমা করে এই প্রকল্পে ভাল সুবিধা পেতে পারেন মহিলারা।
এলআইসি আধার শিলা যোজনা মহিলাদের জন্য তৈরি নন-লিঙ্কড, ব্যক্তিগত লাইফ ইনসিওরেন্স স্কিম। এটি গ্রাহকের পরিবারের জন্যও যথেষ্ট সুবিধার। কোনওভাবে গ্রাহক যদি মারা যান তাহলে তাঁর পরিবার এর সুবিধা পান। দীর্ঘ সময় ধরে অর্থ সঞ্চয়ে সহযোগিতা করে এই প্রকল্প। ৮ থেকে ৫৫ বছরের কম বয়সী মহিলারা এই যোজনার সুবিধা পেতে পারেন।
আধার শিলা যোজনার Maturity সময় ১০-২০ বছর। অর্থাৎ ২০ বছর পর্যন্ত এই পলিসি কেনা যায়। এই LIC Plan-এর Maturity Age ৭০ বছর। যদি কোনও মহিলা এই স্কিমের সুবিধা নেন ৩ লক্ষ টাকা অবধি রাখতে পারেন। ন্যূনতম ৭৫ হাজার টাকা। প্রতি মাসের পাশাপাশি ৩ মাস, ৬ মাস কিংবা বাৎসরিক প্রিমিয়াম দেওয়া যায় এই স্কিমে।
যদি কেউ ১৫ বছর বয়স থেকে প্রতিদিন ৮৭ টাকা করে রাখেন, এক বছরের মধ্যে এলআইসি আধার শিলা যোজনায় ৩১ হাজার টাকার বেশি জমা করতে পারবেন। এভাবেই ১০ বছরে পয়সা রাখলে Maturity-এর সময় বিরাট অঙ্কের সুবিধা পেতে পারেন।