LIC Policy: দিনে ২৬৫ টাকা করে জমান, পেতে পারেন ৫৪ লক্ষ

LIC policy: কত টাকার পলিসি করাতে চান, কতদিনের মেয়াদের জন্য পলিসি করাবেন, তা ঠিক করতে পারবেন গ্রাহক নিজেই।

LIC Policy: দিনে ২৬৫ টাকা করে জমান, পেতে পারেন ৫৪ লক্ষ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 8:39 AM

নয়া দিল্লি: টাকা উপার্জন করা কঠিন, তবে টাকা জমানো আরও কঠিন। জীবন বিমা নিগমের এমন কিছু স্কিম আছে, যা দিয়ে শেষ জীবনের জন্য যথেষ্ট অর্থ সঞ্চয় করা সম্ভব। খুব কম টাকা জমা রেখেই বেশি আয় করা যায় ‘জীবন লাভ’ নামে একটি স্কিমে। দিনে যদি ২৫৬ টাকা করে জমানো যায়, তাহলেই লাখ টাকা পর্যন্ত পেতে পারবেন আপনি।

প্রতি মাসে জমা করতে হবে মাত্র ৭ হাজার ৯৬০ টাকা। তাহলেই নির্দিষ্ট সময়ের শেষে গ্রাহক পাবেন ৫৪ লক্ষ টাকা। মূলত জীবন বিমা হিসেবেই এই প্ল্যানে বিনিয়োগ করা যায়। অর্থাৎ গ্রাহকের মৃত্যু হলে, তাঁর পরিবার পুরো টাকাটা পাবেন। আর যদি পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত গ্রাহক জীবিত থাকেন, তাহলেও একটা বড় অঙ্কের টাকা পাবেন তিনি। কত টাকার পলিসি করাতে চান, কতদিনের মেয়াদের জন্য পলিসি করাবেন, তা ঠিক করতে পারবেন গ্রাহক নিজেই।

১৮ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিরা এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। ধরে নেওয়া যাক, কেউ যদি ২৫ বছর বয়সে বিনিয়োগ করতে শুরু করেন, ২৫ বছরের মেয়াদ বেছে নেন আর ২০ লক্ষ টাকার বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে ওই ব্যক্তি পারেন ৫৪ লক্ষ টাকা। এর জন্য গ্রাহককে বিনিয়োগ করতে হবে ১৬ বছর ধরে আর পলিসির মেয়াদ শেষ হবে ২৫ বছর পর।

জিএসটি সহ যদি প্রতি মাসে ৭ হাজার ৯৬০ টাকা কেউ বিনিয়োগ করেন, তাহলে ২৫ বছরে মোট প্রিমিয়াম দিতে হবে ১৪ লক্ষের কিছু বেশি টাকা। মেয়াগ শেষ হবে সে ক্ষেত্রে পাওয়া যাবে ৫৪ লক্ষ টাকা।