Layoffs: সিইও-র একটা ‘ভুল’, এক ধাক্কায় চাকরি খোয়াবেন কয়েকশো কর্মী

Meesho Layoffs: ফের চাকরি খোয়াবেন মিশোর প্রায় ২৫১ জন কর্মী। সংস্থার ১৫ শতাংশ কর্মীকেই ছাঁটাইয়ের পথে মিশো। সিইও কর্মীদের ইমেলে জানিয়েছেন, বেশি সংখ্যক কর্মীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে।

Layoffs: সিইও-র একটা 'ভুল', এক ধাক্কায় চাকরি খোয়াবেন কয়েকশো কর্মী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 1:55 PM

ফের কর্মী ছাঁটাইয়ের পথে ভারতীয় ই-কমার্স সংস্থা মিশো (Meesho)। চ্য়ালেঞ্জিং ম্যাক্রোইকনমিক পরিবেশের কারণে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ইমেল মারফত জানিয়েছেন সংস্থার সিইও ভিদিত আত্রে। প্রায় ২৫১ জন কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলে ওই ই-মেলে উল্লেখ করা হয়েছে। এদিকে গত বছর শেষের দিকেই প্রায় ১৫০ জন কর্মীকে ছাঁটাই করেছিল এই ভারতীয় ই-কমার্স সংস্থা।

কর্মীদের ইমেল মারফত মিশোর সিইও ভিদিত আত্রে জানিয়েছেন, বেশি সংখ্যক কর্মী নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে গিয়েছে। ফলে সংস্থার ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। অর্থাৎ, এই বারের মতো মিশোর ২৫১ জন কর্মী ছাঁটাই করা হতে পারে। ইতিমধ্যেই যেসব কর্মীদের সংস্থা ছেড়ে যেতে হবে তাঁরা ইমেলে সেই খবর জানতে পেরে গিয়েছেন। মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে তাঁদের ম্যানেজারের সঙ্গে কথাও হবে বলে জানা গিয়েছে।

মিশোর এক মুখপাত্রও এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “২৫১ জন মিশোর কর্মী ছাঁটাইয়ের কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সংস্থার মোট কর্মীর ১৫ শতাংশ। সংস্থার বেশি মুনাফা জন্য আমরা কম কর্মী নিয়ে কাজ করতে চাই।” মন্দা ও প্রতিযোগিতামূলক বাজারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলেও ছাঁটাই হওয়া কর্মীদের ভাল সেভারেন্স প্যাকেজ অফার করছে সংস্থা। কর্মীদের পদ ও এই সংস্থায় তাঁদের কাজের মেয়াদ অনুযায়ী ২.৫ মাস থেকে ৯ মাসের সেভারেন্স প্যাকেজ দিতে প্রস্তুত এই সংস্থা। এদিকে কর্মী ছাঁটাই ছাড়াও বিভিন্ন উপায়ে সংস্থার খরচ কমানোর প্রচেষ্টায় মিশো। সম্প্রতি এই ই-কমার্স সংস্থা নিজেদের ক্লাউডের খরচ ৫০ শতাংশ কমিয়েছে।