Forbes-এর শক্তিশালী মহিলাদের তালিকায় এই বাঙালিও, চেনেন সোমা মন্ডলকে?
একসময় রাষ্ট্রায়ত্ব স্টিল অথরিটি অব ইন্ডিয়া বা সেইল (SAIL)-এর চেয়ারপার্সন ছিলেন তিনি। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরেই সংস্থার মুনাফা তিনগুণ বেড়ে ১২,০০০ কোটি টাকা হয়েছিল। এবার ফোর্বসের বিশ্বের সবথেকে শক্তিশালী মহিলাদের তালিকায় জায়গা করে নিলেন।
![Forbes-এর শক্তিশালী মহিলাদের তালিকায় এই বাঙালিও, চেনেন সোমা মন্ডলকে? Forbes-এর শক্তিশালী মহিলাদের তালিকায় এই বাঙালিও, চেনেন সোমা মন্ডলকে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/12/Soma-Mondal.jpg?w=1280)
ভুবনেশ্বর: সোমা মন্ডলকে চেনেন? বাঙালি মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই মহিলা স্থান পেয়েছেন বিশ্বের সবথেকে শক্তিশালী মহিলাদের তালিকায়। ২০২৩ সলের জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী ১০০ জন মহিলার যে তালিকা তৈরি করেছএ ফোর্বস সংস্থা, তাতে ৭০তম স্থান পেয়েছেন তিনি। একসময় রাষ্ট্রায়ত্ব স্টিল অথরিটি অব ইন্ডিয়া বা সেইল (SAIL)-এর চেয়ারপার্সন ছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারিতে সেইল-এর প্রথম মহিলা সভাপতি হয়ে ইতিহাস রচনা করেছিলেন এই বাঙালি মহিলা। ফোর্বসের তালিকা উঠে এসে আরও একবার ইতিহাসের পাতায় নাম উঠল তাঁর।
২০২৩-এর ৬ ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, সেইল-এর বর্তমান মূলধনের পরিমাণ, ৪১,০৭৫ কোটি টাকা। প্রথমে এই কোটি কোটি টাকার রাষ্ট্রায়ত্ব সংস্থার ডিরেক্টর হয়েছিলেন সোমা মন্ডল। সেটা ছিল ২০১৭ সাল। এরপর ২০২১ সালে চেয়ারপার্সনের পদে উন্নীত হন। চলতি বছরের ৩০ এপ্রিল তিনি এই পদ থেকে অবসর নিয়েছেন। সেইলে যতদিন ছিলেন, এই রাষ্ট্রায়ত্ব ইস্পাত প্রস্তুতকারক সংস্থার রেকর্ড আর্থিক বৃদ্ধি ঘটেছে। চেয়ারপার্সন হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরেই সংস্থার মুনাফা তিনগুণ বেড়ে ১২,০০০ কোটি টাকা হয়েছিল।
ধাতু শিল্পে আসলে তাঁর তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ওড়িশার ভুবনেশ্বরে এক বাঙালি মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন তিনি। মধ্যবিত্ত মূল্যবোধেই বড় হয়েছেন। তাঁর বাবা ছিলেন একজন কৃষি অর্থনীতিবিদ। রৌরকেল্লার এনআইটি থেকে ইলেক্ট্রিক্যাল এঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। স্নাতক হওয়ার পর, তিনি রাষ্ট্রায়ত্ব সংস্থা ন্যালকো (NALCO)-তে যোগ দিয়েছিলেন। ২০১৭ সালে সেইল-এ যোগ দেওয়ার আগে ন্যালকোর ডিরেক্টর (কমার্শিয়াল) পদে ছিলেন তিনি। ২০২১ সালের মার্চে কেন্দ্রীয় সরকারের পাবলিক এন্টারপ্রাইজ সংস্থা, স্ট্যান্ডিং কনফারেন্স অব পাবলিক এন্টারপ্রাইজেস বা স্কোপের (SCOPE) চেয়ারপার্সন নির্বাচিত হন।