No Charge For Boarding Pass : বিমান যাত্রীদের জন্য সুখবর, চেক-ইনের নিয়মে বড় বদল, চাপ কমবে পকেটে
No Charge For Boarding Pass : অনেক বিমান সংস্থাই বিমান বন্দরে চেক-ইনের সময় অতিরিক্ত চার্জ করে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে সেই অতিরিক্তি চার্জ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানের জ্বালানির দাম বৃদ্ধির কারণে লাফিয়ে বেড়েছিল বিমানের টিকিটের দাম। তবে সম্প্রতি দাম কমেছে জ্বালানির। ফলে বিমানে যাতায়াতে খরচ কমতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে আরও স্বস্তি পেলেন বিমানের যাত্রীরা। বৃহস্পতিবার অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস দেওয়ার সময় অতিরিক্ত কোনও চার্জ বসানো যাবে না। বর্তমানে ভারতের সর্ববৃহৎ এয়ারলাইন ইন্ডিগো চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস ইস্যু করার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নেয়।
এদিন মন্ত্রকের তরফে টুইটে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের নজরে এসেছে যে, কিছু এয়ারলাইন যাত্রীদের বোর্ডিং পাস দেওয়ার জন্য অতিরিক্ত টাকা চার্জ করছে।’ এবং টুইটে আরও জানানো হয়েছে, এয়ারক্রাফ্ট নিয়ম, ১৯৩৭ অনুযায়ী এই চার্জ নেওয়া যায় না। উল্লেখ্য, বিমানে কোনও জায়গায় যাত্রা করার আগে টিকিট করার পরে ওয়েব চেক-ইন করাতে হয় যাত্রীদের। কিন্তু সেই ওয়েব চেক-ইন করা না থাকলে কিছু এয়ারলাইন অতিরিক্ত ২০০ টাকা চার্জ করছে।
No additional amount to be charged for issuing boarding passes from the passengers seeking check-in at airport counters, as the same cannot be considered within the ‘tariff’ as provided under Rule 135 of the Aircraft Rules, 1937: Ministry of Civil Aviation pic.twitter.com/B5TU4wobqJ
— ANI (@ANI) July 21, 2022
কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, ওয়েব চেক ইন করা না থাকলে বিমান বন্দরের মধ্যে চেক-ইন কাউন্টারে বোর্ডিং পাস ইস্যু করার ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া যাবে না। কেন্দ্রীয় মন্ত্রকের এই নির্দেশে বিমান সংস্থাগুলি সতর্ক হতে পারে। ফলে অতিরিক্ত চার্জের বোঝা নামতে পারে যাত্রীদের কাঁধ থেকে। ওয়েব চেক-ইন না করা হলেও এখন চিন্তার কোনও কারণ নেই। যাত্রীদের আর গুনতে হবে না অতিরিক্ত চার্জ।