LPG Price Update: রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে ভর্তুকি আরও বাড়াল মোদী সরকার

বুধবার (৪ অক্টোবর), উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এলপিজি সিলিন্ডার প্রতি ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করল। এদিন মন্ত্রিসভার এক বৈঠকের পর, এই সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

LPG Price Update: রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে ভর্তুকি আরও বাড়াল মোদী সরকার
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Oct 04, 2023 | 4:41 PM

নয়া দিল্লি: আরও কমল গৃহস্থালীর রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে আরও কিছুটা স্বস্তি দিল মোদী সরকার। বুধবার (৪ অক্টোবর), উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এলপিজি সিলিন্ডার প্রতি ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করল। এদিন মন্ত্রিসভার এক বৈঠকের পর, এই সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রসঙ্গত, চলতি বছরের অগস্টে গৃহস্থালীর কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার আগে থেকেই উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি পেতেন। কাজেই, সব মিলিয়ে সিলিন্জার প্রতি তাদের ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছিল ৪০০ টাকা। এদিনের সিদ্ধান্তের পর, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এলপিজি সিলিন্জার প্রতি, মোট ৫০০ টাকা করে ভর্তুকি পাবেন।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে