Gold Price: আগামী এক সপ্তাহেই অনেকটা কমবে সোনার দাম, কত হতে পারে জানেন?
Gold Price: বুধবার বাজার শুরু হওয়ার সময় সোনার দাম ছিল ৫৬,৮৫৩ টাকা। পরে সেই দাম কমে ৫৬,৭৭৫ টাকা হয়ে যায় এদিনই। আগামী সপ্তাহে এই দাম আরও কমতে পারে বলে জানা যাচ্ছে।
নয়া দিল্লি: গত কয়েকদিনে সোনার দাম কমেছে অনেকটাই। আগামী কয়েকদিনেও দাম ক্রমশ কমবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায় ২০০০ টাকা দাম কমতে পারে আগামী সপ্তাহেই। উৎসবের মুখে এভাবে সোনার মূল্য হ্রাস হওয়ায় খুশি সাধারণ মানুষ। কারণ উৎসবের মরশুমে সোনা কেনার প্রবণতা বাড়ে। বিশেষত ধনতেরাসের সময় রীতি মেনে সোনা কেনেন অনেকেই। তার আগে দাম কমে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন তাঁরা। শুধু সোনা নয়, রুপোর দামও কমছে একই ভাবে। দেশের বাইরে অর্থাৎ বিদেশের বাজারে সস্তা হচ্ছে সোনা।
জানা গিয়েছে, বুধবার বাজার শুরু হওয়ার সময় সোনার দাম ছিল ৫৬,৮৫৩ টাকা। পরে সেই দাম কমে ৫৬,৭৭৫ টাকা হয়ে যায় এদিনই। অন্যদিকে, এদিন রুপোর দাম কমেছে ২৮৫ টাকা। ৬৭,০২৪ টাকা মূল্যে রুপোর বাজার শুরু হলেও পরে সেই দাম কমে ৬৬,৯০১ টাকা হয়ে যায়।
দাম কমেছে আমেরিকাতেও। নিউ ইয়র্কের কমেক্স মার্কেটে সোনার দাম আউন্স প্রতি ৪ ডলার করে কমেছে। রুপোর দাম কমেছে ০.৬৯ শতাংশ।
ডলার ইনডেক্স যেখানে দাঁড়িয়ে আছে, তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন সোনার দাম কমছে আরও। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ২০০০ টাকা কমবে দাম। দাম কমে ৫৫০০০ থেকে ৫৪৬০০-র মধ্যে হতে পারে। তবে এই দাম কমে যাওয়ার খবর শুনে সোনা কেনার হারও বাড়বে। আর সেই চাহিদা বেড়ে গেলে আবারও বহুমূল্য হবে সোনা।