Fixed Deposit: স্থায়ী আমানতে সুদের হার পরিবর্তন করল এই তিন ব্যাঙ্ক

স্থায়ী আমানত (এফডি)-তে লগ্নি করে কর বাঁচানোর রাস্তাও খোঁজেন অনেকেই। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর বিভিন্ন হারে সুদ দেয়। এই সুদের হার বিভিন্ন সময় পরিবর্তনও হয়। সম্প্রতি অনেক ব্যাঙ্কই তাঁদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে।

Fixed Deposit: স্থায়ী আমানতে সুদের হার পরিবর্তন করল এই তিন ব্যাঙ্ক
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 6:46 AM

নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিট (এফডি) সাধারণ মানুষের কাছে সঞ্চয়ের অন্যতম মাধ্যম। স্থায়িত্ব, কম ঝুঁকির কারণেই তা বেশি জনপ্রিয়। এর পাশাপাশি কত দিনের জন্য আমানত করতে চান, তাও নিজেই ঠিক করে নিতে পারেন। স্থায়ী আমানত (এফডি)-তে লগ্নি করে কর বাঁচানোর রাস্তাও খোঁজেন অনেকেই। রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর বিভিন্ন হারে সুদ দেয়। এই সুদের হার বিভিন্ন সময় পরিবর্তনও হয়। সম্প্রতি অনেক ব্যাঙ্কই তাঁদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এফডি-তে সুদের হারে পরিবর্তন এনেছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক: এই বেসরকারি ব্যাঙ্ক সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৭.১০ শতাংশ এফডি-তে সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের জন্য এই হার ৩ থেকে ৭.৭৫ শতাংশ।

আইডিবিআই ব্যাঙ্ক: আইডিবিআই ব্যাঙ্কের সুদের হারে পরিবর্তন করেছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। ১৫ সেপ্টেম্বর থেকে তা লাগু হয়েছে। ওই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৬.৮ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য অবশ্য তা ৩.৫ থেকে ৭.৩ শতাংশ।

কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক: সেপ্টেম্বর মাস থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন এনেছে কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কও। সাধারণ নাগরিকদের ২.৭৫ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের জন্য তা অবশ্য ৩.২৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ।