Financial Freedom Summit: বাণিজ্য-নগরীতে দেশের প্রথম ‘ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিট’ আয়োজনে টিভি৯ নেটওয়ার্ক

Financial Freedom Summit: দেশের প্রথম 'ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিট'-র আয়োজন করল টিভি৯ নেটওয়ার্কের পার্সোনাল ফিন্যান্স প্ল্যাটফর্ম মানি৯।

Financial Freedom Summit: বাণিজ্য-নগরীতে দেশের প্রথম 'ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিট' আয়োজনে টিভি৯ নেটওয়ার্ক
ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিট
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 4:11 PM

নয়ডা: একদিন ব্যাপী ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিট (Financial Freedom Summit)-র আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক (TV9 Network)। দেশের সব নাগরিকের আর্থিক স্বাধীনতা থাকবে। এই উদ্দেশ্যকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে ভারতের প্রথম ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিটের আয়োজন করল টিভি৯ নেটওয়ার্কের পার্সোনাল ফিন্যান্স প্ল্যাটফর্ম মানি৯। বাণিজ্য নগরী মুম্বইতে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিত্বরা। এই সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা রাখতে চলেছেন কেন্দ্রীয় ব্য়বসা ও বাণিজ্য় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। সম্মেলনে উপস্থিত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশও। দেশের অর্থনৈতিক স্বাধীনতার এই রোডম্যাপ তৈরিতে যোগ দেবেন নীতি নির্ধারক ও বিএফএসআই নিয়ন্ত্রকরাও।

গত বছর শেষের দিকেই ভারত জুড়ে পার্সোনাল ফিন্য়ান্স সার্ভে চালিয়েছে মানি ৯। এরপর দেশের অর্থনৈতিক স্বাধীনতার রোডম্যাপ তৈরিতে সম্মেলনের আয়োজন করা হল। উল্লেখ্য, গত এক দশকে ভারত সকল নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তির উদ্দেশ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। মানি৯ পার্সোনাল ফিন্যান্স সার্ভেতে দেখা গিয়েছে, দেশের ১৪০ কোটি নাগরিকেরই আর্থিক স্বাধীনতার আসল লক্ষ্য অর্জনে এখনও অনেকটা পথ চলা বাকি ভারতের। এই উদ্দেশ্যে পূরণের ক্ষেত্রে বেশ কিছু ফাঁকও তুলে ধরা হয়েছে এই সমীক্ষায়। এই ফাঁক পূরণ করার জন্যই ফিন্য়ান্সিয়াল ফ্রিডম সামিট নিয়ে এসেছে টিভি৯। এই একদিন ব্যাপী সম্মেলনে নীতি নির্ধারক ও বিএফএসআই নেতারা কোনও অ্য়াকশন প্ল্যান নিয়ে আসতে পারবেন বলে মনে করা হচ্ছে। এই সামিটে সম্মানিত বক্তা ও প্যানেলিস্টদের মধ্যে রয়েছেন কোটাক এমএফের নীলেশ শাহ, এডেলওয়োইস এএমসির রাধিকা গুপ্তা, হর্ষ রুংটা, অ্যাক্সিস ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ সৌগত ভট্টাচার্য, ওয়াইজইনভেস্টের সিইও হেমন্ত রুস্তাগির মতো বিশেষজ্ঞরা।

এই সামিটের বিষয়ে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বলেছেন, “গত এক দশকে ভারত আর্থিক স্বাধীনতার উদ্দেশ্যকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আমরা যে বিশাল বৈষম্য দিয়ে শুরু করেছিলাম তাতে আমাদের এখনও অনেকটা পথ চলা বাকি। এই উদ্দেশ্য পূরণে বাধাগুলি সনাক্ত করতে এবং তা অতিক্রম করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসার জন্য একটি পরিমিত প্রচেষ্টা টিভি৯ ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিট।” তিনি আরও জানিয়েছেন, “আমার মতে সরবরাহের ক্ষেত্রে কিছুটা ভারসাম্য এসেছে। তবা চাহিদার ক্ষেত্রে সামঞ্জস্য আসা বাকি রয়েছে। মানি৯-এ আমাদের প্রচেষ্টা এই ব্যবধান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” দিনব্যাপী এই সামিটে আর্থিক অন্তর্ভুক্তির উদ্দেশ্য় বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে। আর্থিক সুরক্ষার জন্য আর্থিক অন্তর্ভুক্তি কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে ভারতের সঞ্চয় বাড়ানো যায়, মিউচুয়াল ফান্ডের ভবিষ্যত, অন্যদের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা কীভাবে বাড়ানো যায়- এই সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা করা হবে।