Mukesh Ambani: মুকেশ অম্বানীর ঝুলিতে বড় কোম্পানি, হতে পারে বিপুল লাভ

Mukesh Ambani: মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বছরের দ্বিতীয়ার্ধে নতুন পাওয়ার গিগা কমপ্লেক্স শুরু করতে চলেছে। রিলায়েন্স গুজরাটের জামনগরে ৫০০০ একর জায়গার উপর একটি গিগা ক্যাম্পাস তৈরি করছে। এরই মধ্যে সামনে এল নতুন বিনিয়োগের খবর।

Mukesh Ambani: মুকেশ অম্বানীর ঝুলিতে বড় কোম্পানি, হতে পারে বিপুল লাভ
মুকেশ অম্বানি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 24, 2024 | 7:40 AM

নয়া দিল্লি: ফের বড় পদক্ষেপ রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানীর। এক বড় সংস্থার ১০০ শতাংশ শেয়ারই কিনে নিচ্ছেন অম্বানী। MSKVY নাইনটিনথ সোলার এসপিভি লিমিটেড MSKVY টোয়েন্টি-সেকেন্ড সোলার SPV সংস্থার শেয়ার কিনছেন রিলায়েন্স কর্তা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে যে মুখ্যমন্ত্রী সৌর কৃষি বাহনী যোজনা ২.০-এর অধীনে এই শেয়ার কেনা হচ্ছে। সোলার এগ্রো পাওয়ার লিমিটেডের সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে লেনদেনের বিশদ তথ্য প্রকাশ করবে সংস্থা পরিকল্পনা করেছে। ২০২৪ সালের এপ্রিলের শেষ নাগাদ সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া। মূলত কৃষকদের সৌরসক্তি সম্পন্ন পাম্প দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্কিমের অধীনে মহারাষ্ট্রের কৃষকেরা ডেভেলপারদের সঙ্গে চুক্তি করবেন। একর প্রতি ভাড়া হবে ৫০ হাজার টাকা। এই সৌরশক্তি ব্যবহার করার জন্য় ৩ একর থেকে ১০ একর জমি প্রয়োজন হয়।

মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বছরের দ্বিতীয়ার্ধে নতুন পাওয়ার গিগা কমপ্লেক্স শুরু করতে চলেছে। রিলায়েন্স গুজরাটের জামনগরে ৫০০০ একর জায়গার উপর একটি গিগা ক্যাম্পাস তৈরি করছে। এতে বিশেষ ধরনের প্যানেল, ফুয়েল সেল সিস্টেম, গ্রিন হাইড্রোজেন, এনার্জি স্টোরেজ এবং পাওয়ার ইলেকট্রনিক্সের জন্য পাঁচটি গিগা কারখানা থাকছে।