Modi Pariwar: ই-কমার্সে নির্বাচনী দোকান! ব্যবসা হবে ‘মোদী কা পরিবার’ থেকে
Loksabha Election: আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। ১ জুন পর্যন্ত সাত দফায় ভোট হবে। ভোট গণনা হবে ৪ জুন। শাসকদল বিজেপি ছাড়া অন্যান্য বিরোধী দলগুলিও কোমর বেঁধে ভোট বাজারে ইতিমধ্যেই নেমে পড়েছে। তবে এরই মধ্যে প্রথম চমক দিল বিজেপি।
নয়া দিল্লি: হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রধান মুখ তিনি। ২০১৪ সাল থেকে দীর্ঘ ১০ বছর প্রধানমন্ত্রী হিসাবে তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পরেনি, বরং আরও বেড়েছে। আর তার উপর ভর করে ভোট যুদ্ধে এবারেও মাত করতে আসরে নেমে পড়েছে তাঁর দল, ভারতীয় জনতা পার্টি। আর এই ভোটযুদ্ধে এবার বিজেপির চমক মোদী পরিবার।
ভোটের মুখে বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ও মোদী পরিবার লেখা টি-শার্ট, ব্যাগ, টুপি, রিস্টব্যান্ড, চাবির রিং, পেন-সহ নানা সামগ্রী। নামো অ্যাপ-এর মাধ্যমে এর প্রচার শুরু হয়েছে। ফ্লিপকার্ট, অ্যামাজন-সহ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে অনলাইনে পাওয়া যাচ্ছে এগুলি। নমো অ্যাপ-এর জাতীয় আহ্বায়ক কুলজতে সিংহ চাহ্বল জানান, ভোটের আগে মোদীর জনপ্রিয়তাকে ভরপুর কাজে লাগাচ্ছে বিজেপি। এইসব শার্ট মগ টুপিতে নানা স্লোগান লেখা থাকছে। টি-শার্টের সবথেকে বড় সাইজ 7xl পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। এই সব টি-শার্টে মোদী পরিবার-এর মতো লেখা থাকছে আব কি বার ৪০০ পার, মোদী কি গ্যারান্টি-র মতো স্লোগান।
প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। ১ জুন পর্যন্ত সাত দফায় ভোট হবে। ভোট গণনা হবে ৪ জুন। শাসকদল বিজেপি ছাড়া অন্যান্য বিরোধী দলগুলিও কোমর বেঁধে ভোট বাজারে ইতিমধ্যেই নেমে পড়েছে। তবে এরই মধ্যে প্রথম চমক দিল বিজেপি।