Mutual Fund Investment: ১ লাখ ঢেলে ১০ লাখ, এপ্রিলের শুরুতেই মালামাল করতে পারে এই মিউচুয়াল ফান্ডগুলি

Mutual Fund: রা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তারা কোনও খাতে টাকা রাখার আগে বিভিন্ন স্কিমের তুলনা করে দেখেন। যে স্কিম বা ফান্ডে রিটার্ন সবথেকে বেশি, সেখানেই বিনিয়োগ করেন তারা। এতে নিশ্চিত রিটার্ন যেমন পাওয়া যায়, তেমনই টাকা ডুবে যাওয়ার কোনও সম্ভাবনাও থাকে না।

Mutual Fund Investment: ১ লাখ ঢেলে ১০ লাখ, এপ্রিলের শুরুতেই মালামাল করতে পারে এই মিউচুয়াল ফান্ডগুলি
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Mar 24, 2024 | 8:08 AM

নয়া দিল্লি: আগে সঞ্চয় বলতেই সাধারণ মানুষ বুঝতেন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিনিয়োগের অপশনও অনেক বেড়েছে। বর্তমানে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন অনেকে। কেউ আবার গোল্ড বন্ড বা বিটকয়েনে বিনিয়োগ করছেন। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তারা কোনও খাতে টাকা রাখার আগে বিভিন্ন স্কিমের তুলনা করে দেখেন। যে স্কিম বা ফান্ডে রিটার্ন সবথেকে বেশি, সেখানেই বিনিয়োগ করেন তারা। এতে নিশ্চিত রিটার্ন যেমন পাওয়া যায়, তেমনই টাকা ডুবে যাওয়ার কোনও সম্ভাবনাও থাকে না। আপনিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তবে রইল বেশ কিছু স্কিমের হদিশ, যা গত ১০ বছরে ব্যাপক রিটার্ন দিয়েছে। মালামাল হয়ে গিয়েছেন যারা বিনিয়োগ করেছিলেন।

যে কোনও মিউচুয়াল ফান্ডেই বিনিয়োগ করার আগে সেই স্কিমের রিটার্ন, ক্যাটেগরি, ম্যাক্রোইকোনমির মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখলে বিনিয়োগে ঝুঁকি কমে। এমন ৮টি ফ্লেক্সি ক্যাপের হদিশ রইল, যা ১০ বছরে ১৬ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। কেউ যদি এই স্কিমে ১ লক্ষ টাকা জমা রাখেন, তবে ১০ বছর বাদে সেই ফান্ড বেড়ে ৯ লক্ষ টাকায় পৌঁছেছে।

মিউচুয়াল ফান্ডে রিটার্ন-

কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ২৩.৮৫ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৯ লক্ষ টাকায়।

পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৯.৫৬ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫.৯২ লক্ষে।

জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৯.৪৭ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫.৯৬ লক্ষ টাকায়।

ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৭.২৯ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৯২ লক্ষ টাকায়।

এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৭.৪৪ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৯৯ লক্ষ টাকায়।

আদিত্য বিড়লা সান লাইফ ফ্লেক্সি ক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৬.৯০ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৬ লক্ষ টাকায়।

এসবিআই ফ্লেক্সিক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৬.৭৫ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৭০ লক্ষ টাকায়।

ডিএসপি ফ্লেক্সিক্যাপ ফান্ড– এই ফান্ড ১০ বছরে রিটার্ন দিয়েছে ১৬.৫২ শতাংশ, ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪.৬১ লক্ষ টাকায়।

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।