Sony-Zee চুক্তি ভাঙায় সবথেকে লাভবান হলেন মুকেশ অম্বানী, কেন জানেন?

Mukesh Ambani: সোমবারই সোনি পিকচার্সের সঙ্গে জি এন্টারটেইনমেন্টের চুক্তি বাতিলের ঘোষণা করা হয়। এই চুক্তি ভাঙতেই হুড়মুড়িয়ে জি-র শেয়ার দর পড়ে গিয়েছে। তবে জি-সোনির চুক্তি ভাঙায় কার ক্ষতি বেশি হল, সেই হিসাব পরে হবে। এই চুক্তি ভাঙায় কে সবথেকে বেশি লাভবান হলেন অন্য এক ব্যবসায়ী। তিনি আর কেউ নন, মুকেশ অম্বানী।

Sony-Zee চুক্তি ভাঙায় সবথেকে লাভবান হলেন মুকেশ অম্বানী, কেন জানেন?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 8:30 AM

নয়া দিল্লি: দুই বছরের টানাপোড়েন। শেষ অবধি সোনি পিকচার্সের (Sony Pictures) সঙ্গে জি এন্টারটেইনমেন্টের (Zee Entertainment) চুক্তি ভেঙে গেল। চলতি সপ্তাহের সোমবারই এই চুক্তি বাতিলের ঘোষণা করা হয়। এই চুক্তি ভাঙতেই হুড়মুড়িয়ে জি-র শেয়ার দর পড়ে গিয়েছে। তবে জি-সোনির চুক্তি ভাঙায় (Zee-Sony Merger Brake) কার ক্ষতি বেশি হল, সেই হিসাব পরে হবে। এই চুক্তি ভাঙায় কে সবথেকে বেশি লাভবান হলেন অন্য এক ব্যবসায়ী। তিনি আর কেউ নন, মুকেশ অম্বানী (Mukesh Ambani)। কিন্তু রিলায়েন্স তো এই চুক্তির অংশ ছিল না, তাহলে কীভাবে লাভবান হবেন অম্বানী?

মশলা ও সুতোর বাণিজ্য থেকে শুরু করে  বর্তমানে টেলিকম থেকে শুরু করে ফ্যাশন, সমস্ত ক্ষেত্রেই রিলায়েন্স তার বিস্তার ঘটিয়েছে। রিলায়েন্সের অধীনেই রয়েছে ভায়াকম ১৮, যা দেশের অন্যতম বড় সংবাদ ও বিনোদন নেটওয়ার্ক। সূত্রের খবর, একদিকে যেখানে জি ও সোনির চুক্তি ভাঙছে, সেখানেই ভায়াকম ১৮ ডিজনির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে। ইতিমধ্যেই দুই সংস্থার মধ্যে মউ স্বাক্ষর হয়েছে। জানা গিয়েছে, এই চুক্তির পরে ভায়াকম ১৮-র কাছে  স্টার নেটওয়ার্কের সমস্ত চ্যানেল এবং ডিজনি + হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মের মালিকানার অধিকার থাকবে।

যদি সোনি ও জি এন্টারটেইনমেন্টের চুক্তি হত, তবে এটি দেশের বৃহত্তম মিডিয়া নেটওয়ার্ক হত। একদিকে জি-র অধীনে Zee5-র মতো ওটিটি প্ল্যাটফর্ম যেমন রয়েছে, তেমনই সোনি লিভ (Sony Liv) ওটিটি প্ল্যাটফর্মও আছে।  দুই সংস্থা একজোট হলে ওটিটি দুনিয়ায় একচেটিয়া রাজত্ব করতে পারত জি-সোনি।

অন্যদিকে, ভায়াকম ১৮ ও ডিজনির মধ্যে চুক্তি সম্পন্ন হলে, নতুন কোম্পানির মোট ১১৫টি টিভি চ্যানেল এবং ২টি ওটিটি প্ল্যাটফর্ম থাকবে। বর্তমানে, স্টার ইন্ডিয়ার ৭৭টি চ্যানেল এবং ভায়াকম ১৮-এর ৩৮টি চ্যানেল রয়েছে। এছাড়া খেলাধুলোর জগতেও রাজত্ব করছে অম্বানী। জিয়ো টিভিতে বিনামূল্যে আইপিএলের সম্প্রচার দেখানো হয়। ডিজনির সঙ্গে চুক্তি হলে  ইএসপিএন-এর মালিকানা স্বত্ব পাবে। এর সঙ্গে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলও চুক্তির অধীনে আসবে।