Mukesh Ambani: ছোট ছেলের বিয়ের আগেই খুশির খবর আম্বানি পরিবারে, বড় চুক্তি স্বাক্ষর করল রিলায়েন্স

Reliance-Disney: এবার মিডিয়া সেক্টরে শীর্ষে যাওয়ার দৌড়ে রিলায়েন্স! ওয়াল্ট ডিজনির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে ব্লুমবার্গ। ছোট ছেলে, অনন্ত আম্বানির বিয়ের আগেই এই খবর স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানির পরিবারে খুশির হাওয়া এনেছে।

Mukesh Ambani: ছোট ছেলের বিয়ের আগেই খুশির খবর আম্বানি পরিবারে, বড় চুক্তি স্বাক্ষর করল রিলায়েন্স
মুকেশ অম্বানী।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Updated on: Feb 27, 2024 | 7:00 AM

মুম্বই: টেলিকম, রিটেলের পর এবার মিডিয়া সেক্টরে শীর্ষে যাওয়ার দৌড়ে রিলায়েন্স! ওয়াল্ট ডিজনির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে ব্লুমবার্গ। বিনোদন ক্ষেত্রে শীর্ষে যাওয়ার লক্ষেই রিলায়েন্স গোষ্ঠী ওয়াল্ট ডিজনির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বলে রিপোর্টে প্রকাশিত। ছোট ছেলে, অনন্ত আম্বানির বিয়ের আগেই এই খবর স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানির পরিবারে খুশির হাওয়া এনেছে।

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ভারতে ব্যবসা বাড়ানোর লক্ষ্যেই রিলায়েন্সের সঙ্গে মিশে যাচ্ছে ডিজনি। এই চুক্তি অনুযায়ী, রিলায়েন্সের মিডিয়া ইউনিট ও তার সহযোগীদের কাচে কমপক্ষে ৬১ শতাংশ শেয়ার থাকবে, বাকি শেয়ার ডিজনির কাছে থাকবে। যদিও ডিজনি বা রিলায়েন্সের মুখপাত্র এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই এই চুক্তির ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-উইডিংয়ের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে ডিজনির সিইও বব ইগনারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে সূত্রের খবর।