ফের Paytm-কে নোটিস, আবার কিসের খোঁজ শুরু করল SEBI?

Paytm: কোনও আইপিও বাজারে ছাড়ার আগে রেড হেরিং প্রসপেক্টাস (আরএইচপি) এর মতো কঠোর পর্যালোচনা, কাঁটাছেঁড়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেখানেই প্রোমোটার এবং নন-প্রমোটারদের তালিকাও যাচাই করা হয়। সোজা কথায় স্টক এক্সচেঞ্জে জায়গা পাওয়ার জন্য যে যে শর্ত পূরণ করার প্রয়োজন তা কোনও সংস্থা পূরণ করছে কিনা তাই খতিয়ে দেখা হয় এই ‘তদন্তেের’ হাত ধরে।

ফের Paytm-কে নোটিস, আবার কিসের খোঁজ শুরু করল SEBI?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Aug 27, 2024 | 3:13 PM

কলকাতা: পেটিএম নিয়ে বিগত কয়েক মাস ধরেই জোর চর্চা চলেছে গোটা দেশে। উঠেছিল দুর্নীতির অভিযোগ। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আর্থিক লেনদেনে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এবার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তথা সেবির তরফে নোটিস গেল Paytm এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার কাছে। SEBI বলছে Paytm যখন তার IPO নিয়ে এসেছিল, তখন তারা বিজয় শেখর শর্মাকে ‘নন-প্রোমোটার’ হিসেবে দেখিয়েছিল। কিন্তু, তা সম্পূর্ণ ভুল। তাহলে কে প্রমোটার, আইপিও আনার সময় কী সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ, সেই সব ‘আসল’ তথ্যের খোঁজ করছে সেবি। 

Paytm-এর IPO আসার পর কেটে গিয়েছএ প্রায় ৩ বছর। কিন্তু, এখন নতুন করে ‘প্রোমোটার’, ‘নন-প্রোমোটার’ সেকশনের স্বচ্ছতা খতিয়ে দেখতে চাইছে সেবি। এদিকে ভারতের ইতিহাসে Paytm-এর IPO সবচেয়ে বড় IPO গুলির মধ্যেই পড়ে। আকারের দিক থেকে, এটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) IPO-এর পরেই রয়েছে। এদিকে Paytm-এর IPO চালু করার আগে বিভিন্ন নিয়ন্ত্রক, মার্চেন্ট ব্যাঙ্ক, আন্ডাররাইটার এবং বিনিয়োগকারীদের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছিল৷ কিন্তু, তারপরেও এখন নতুব করে ‘প্রোমোটার’, ‘নন-প্রোমোটার’ সেকশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় তা নিয়ে তৈরি হয়েছে নতুন চর্চা। 

অনেকেই বলছেন, যে বড় মাপের আইপিও পেটিএমের তরফে আনা হয়েছিল তখনই প্রোমোটার ক্লাফিকেশন যাচাই হয়ে যাওয়ার কথা। কিন্তু, তাহলে কী পুরো ‘অস্বচ্ছতা’ ধরা পড়েনি সেই সময়? উঠছে প্রশ্ন। পরবর্তীতে দেখা যায় পেটিএমের বিরুদ্ধে লাগাতার উঠছে একাধিক দুর্নীতির অভিযোগ। ওয়াকিবহাল মহলের ধারণা, বিতর্কের আবহেই এখন নতুন করে মাঠে নামতে চাইছে সেবি। প্রসঙ্গত, যে কোনও আইপিও বাজারে ছাড়ার আগে রেড হেরিং প্রসপেক্টাস (আরএইচপি) এর মতো কঠোর পর্যালোচনা, কাঁটাছেঁড়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেখানেই প্রোমোটার এবং নন-প্রমোটারদের তালিকাও যাচাই করা হয়। সোজা কথায় স্টক এক্সচেঞ্জে জায়গা পাওয়ার জন্য যে যে শর্ত পূরণ করার প্রয়োজন তা কোনও সংস্থা পূরণ করছে কিনা তাই খতিয়ে দেখা হয় এই ‘তদন্তেের’ হাত ধরে। এখন দেখার বিজয় শেখর শর্মার হাত ধরে সেবি নতুন কোনও তথ্য পায় কিনা।