Indian Railways: মাত্র ২০ টাকাতেই ট্রেনযাত্রীদের জন্য ভরপেট খাবার, নতুন স্কিম রেলের, রয়েছে জিভে জল আনা মেনু

IRCTC: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আপাতত রেলের তরফে ২০ টাকা ও ৫০ টাকার দু'টি স্কিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী কী অপশন থাকছে মেনুতে? পাও-ভাজি থেকে শুরু করে পুরি-সব্জি কিংবা দক্ষিণ ভারতীয় কোনও ডিশ, যা চাইবেন তাই পাবেন।

Indian Railways: মাত্র ২০ টাকাতেই ট্রেনযাত্রীদের জন্য ভরপেট খাবার, নতুন স্কিম রেলের, রয়েছে জিভে জল আনা মেনু
নতুন স্কিম আনছে রেলImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 27, 2024 | 10:39 AM

নয়া দিল্লি: বাংলায় ‘মা ক্যান্টিন’ রয়েছে। পাঁচ টাকায় ডিম-ভাত। ভরপেট খাওয়া দাওয়া। কিন্তু জানেন কি, এবার ভারতীয় রেলও আপনার জন্য একদম নামমাত্র খরচে ভরপেট খাবারের ব্যবস্থা করছে? সম্প্রতি নতুন একটি স্কিম চালু করেছে রেল। মূলত যাঁরা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাঁরা এই স্কিম থেকে ভীষণভাবে লাভবান হবেন। মাত্র ২০ টাকাতেই ভরপেট খাবার পেয়ে যাবেন। আর মেনুতেও থাকছে বিস্তর অপশন। নর্থ ইন্ডিয়ান ডিশ চান? পেয়ে যাবেন। সাউথ ইন্ডিয়ান ডিশ? তাও পাবেন। মাত্র ২০ টাকাতেই।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আপাতত রেলের তরফে ২০ টাকা ও ৫০ টাকার দু’টি স্কিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী কী অপশন থাকছে মেনুতে? পাও-ভাজি থেকে শুরু করে পুরি-সব্জি কিংবা দক্ষিণ ভারতীয় কোনও ডিশ, যা চাইবেন তাই পাবেন। যাঁরা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাঁদের খাবার-দাবারের জন্যই অনেকটা টাকা খরচ হয়ে যায়। এবার তাই যাত্রীদের কথা মাথায় রেখে এই নতুন সুবিধা চালু করছে রেল। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা, ট্রেনে যাত্রার সময় এই স্কিমগুলির মাধ্যমে ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করছে রেল।

সবচেয়ে বড় ব্যাপার হল, ৫০ টাকার স্কিমটিতে আপনি পেয়ে যাবেন ৩৫০ গ্রামের খাবারের প্লেট। এখানে রাজমা ডাল-ভাত, খিচুড়ি, ছোলে-ভাটুরে, ছোলার ডাল – ভাত থেকে শুরু করে মসালা ধোসা, পাও-ভাজি… নিজের পছন্দ মোতাবেক যে কোনও ডিশ পেয়ে যাবেন আপনি। আপাতত, প্রাথমিক পর্যায়ে দেশের ৬৪টি রেল স্টেশনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রথমে ৬ মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে এই পরিষেবা। পরে সব রেল স্টেশনকে এই সুবিধার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে রেলের।

আরও একটি ভাল ব্যাপার হল, স্টেশনের যেখানে জেনারেল বগি পড়ে, তার কাছেই বসানো হবে এই স্টল। ফলে জেনারেল কামরার যাত্রীরা সবথেকে বেশি সুবিধা পাবেন এই স্কিমের। যাত্রীদের খাবারের জন্য স্টেশনে বেশি হাঁটাচলা করতে হবে না।