AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Notes of 500 : আপনার হাতের পাঁচশ টাকাটা জাল নয় তো! এইসব উপায়ে জানতে পারবেন কোনটা আসল টাকা

Fake Notes of 500 : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এই অর্থবর্ষে ১০০ শতাংশের বেশি বেড়েছে ৫০০ টাকার নোটের সংখ্যা। এর ফলে জাল নোটের ঝুঁকি বেড়ে গিয়েছে।

Fake Notes of 500 : আপনার হাতের পাঁচশ টাকাটা জাল নয় তো! এইসব উপায়ে জানতে পারবেন কোনটা আসল টাকা
ছবি সৌজন্যে : গুগল
| Edited By: | Updated on: May 31, 2022 | 1:21 PM
Share

কালোবাজারির যুগে জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার। কালোবাজারি ও জাল নোট রুখতেই কেন্দ্রে ক্ষমতায় এসে রাতারাতি নোটবন্দির ঘোষণা করেছিল মোদী সরকার। কিন্তু তাতেও রেহাই মেলেনি। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে (FY 2021-2022) প্রায় সব মূল্যের টাকার সংখ্যা বেড়ে গিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি হয়েছে ৫০০ টাকার নোটে। গত বছরের তুলনায় ১০১.৯ শতাংশ বেশি ৫০০ টাকার জাল নোট মিলেছে। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ৫০০ টাকার নোটের সংখ্যা বেড়ে ৪,৫৫৪.৬৮ কোটিতে দাঁড়িয়েছে। গত বছর এই সময় যেখানে সংখ্যাটা ছিল ৩,৮৬৭.৯০ কোটি। এর ফলে রাস্তা-ঘাটে, বাজার বা যেকোনও লেনদেনের জায়গায় কিছুটা সতর্ক হন। লেনদেনের সময় ভাল করে পরখ করে নিন আসল নোটই পাচ্ছেন কি না। নয়তো বড় লোকসানের মুখোমুখি হতে পারেন আপনিও।

কীভাবে জানবেন ৫০০ টাকার নোটটি জাল না আসল?

  • ৫০০ টাকার নোটের উপর আলো ফেললেই দেখতে পারবেন বিশেষ জায়গায় ৫০০ লেখা রয়েছে। টাকায় সবসময় দেবনগরী স্ক্রিপ্টে লেখা থাকবে ৫০০।
  • মহাত্মা গান্ধীর ছবির ওরিয়েন্টেশন ও আপেক্ষিক অবস্থান ডানদিকে সরে যায়।
  • ৫০০ টাকার নোটে ভারত লেখা থাকবে।
  • নোটটি মোড়ানো হলে সিকিউরিটি হেডের রং সবুজ থেকে নীল হয়ে যাবে।
  • গভর্নরের স্বাক্ষর, গ্যারান্টি ক্লজ, প্রতিশ্রুতি ধারা এবং আরবিআই প্রতীক মুদ্রা নোটের ডানদিকে চলে গেছে।
  • মহাত্মা গান্ধীর ছবি ও ইলেক্ট্রোটাইপ ওয়াটারমার্ক থাকবে নোটে।
  • নোটে লেখা ৫০০ সংখ্যার রং সবুজ থেকে নীল হয়।
  • নোটের ডানদিকে অশোক স্তম্ভ থাকবে
  • স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান প্রিন্ট করা থাকবে।